ফরাসি বায়বান্তরীক্ষবাহিনী
ফরাসি বায়বান্তরীক্ষবাহিনী বা আর্মে দ্য ল্যার এ দ্য লেস্পাস[ক] (ফরাসি: Armée de l'air et de l'espace, উচ্চারণ [aʁme d(ə) lɛʁ e d(ə) lɛspas]; ইংরেজি: Air and Space Force) হল ফ্রান্সের বায়ু ও অন্তরীক্ষবাহিনী।[১] এটি ১৯০৯ সালে সের্ভিস আয়েরোনোতিক (Service Aéronautique, বৈমানিক পরিষেবা) নামে ফরাসি স্থলবাহিনীর একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালে এটি স্বাধীন সামরিক শাখা হিসেবে আত্মপ্রকাশ করে, যার নামকরণ হয় আর্মে দ্য ল্যার (Armée de l'air, বায়ুবাহিনী)। ১০ই সেপ্টেম্বর ২০২০ সালে এর বর্তমান নাম বায়বান্তরীক্ষবাহিনী রাখা হয়, যাতে এর কর্মকাণ্ডের বিস্তার অন্তরীক্ষ পর্যন্ত প্রসারিত হওয়ার প্রতিফলন ঘটে।[২]
ফরাসি বায়বান্তরীক্ষবাহিনীর সক্রিয় বিমানের সংখ্যা সূত্রভেদে ভিন্ন হয়; ফরাসি সশস্ত্রবাহিনী মন্ত্রণালয়ের ২০১৪ সালের হিসাবে এই সংখ্যা ছিল ৬৫৮টি।[৩][৪] ২০২৫ সালের তথ্য মোতাবেক, এর মধ্যে ২০৭টি যুদ্ধবিমান রয়েছে: ৯৯টি দাসো মিরাজ ২০০০ এবং ১০৮টি দাসো রাফাল।[৫] ২০২১ সালের হিসাবমতে, ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীতে মোট ৪০,৫০০ জন নিয়মিত সেনাসদস্য রয়েছে, এছাড়া ২০১৪ সালে সংরক্ষিতবাহিনীর সদস্যসংখ্যা ছিল ৫,১৮৭ জন।[৬]
ফরাসি বায়বান্তরীক্ষবাহিনীপ্রধান (CEMAAE) সরাসরি ফরাসি সশস্ত্রবাহিনীপ্রধানের (CEMA) অধীনে কাজ করেন, যিনি একজন উচ্চপদস্থ সেনাকর্মকর্তা এবং স্বয়ং বেসামরিক প্রতিরক্ষামন্ত্রীর অধীনস্থ।[৭]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Armée de l'Air et de I'Espace"। defense.gouv.fr। ১০ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৪।
- ↑ "France: Goodbye Air Force, hello Air and Space Force"। ১২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Annuaire statistique de la défense 2013–2014" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ মে ২০২০ তারিখে (ফরাসি ভাষায়). ১০ই জুলাই ২০১৪.
- ↑ "Annuaire statistiques de la défense 2012–2013". ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০১৩ তারিখে (ফরাসি ভাষায়). 4 June 2013.
- ↑ "Military Database"। www.scramble.nl। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫।
- ↑ "Key defence figures 2014" (পিডিএফ) (ফরাসি ভাষায়)। Defense.gouv.fr। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "L'organisation de l'armée de l'Air et de l'Espace"। defense.gouv.fr। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৪।