ফরহাদাবাদ ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৯১°৪৬′ পূর্ব / ২২.৫৮৩° উত্তর ৯১.৭৬৭° পূর্ব / 22.583; 91.767
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফরহাদাবাদ থেকে পুনর্নির্দেশিত)
ফরহাদাবাদ
ইউনিয়ন
১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ
ফরহাদাবাদ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ফরহাদাবাদ
ফরহাদাবাদ
ফরহাদাবাদ বাংলাদেশ-এ অবস্থিত
ফরহাদাবাদ
ফরহাদাবাদ
বাংলাদেশে ফরহাদাবাদ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৯১°৪৬′ পূর্ব / ২২.৫৮৩° উত্তর ৯১.৭৬৭° পূর্ব / 22.583; 91.767 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার
আয়তন
 • মোট৫০.১৩ বর্গকিমি (১৯.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,৪৬১
 • জনঘনত্ব৫৭০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৯.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ফরহাদাবাদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নের আয়তন ১২,৩৮৭ একর (৫০.১৩ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি হাটহাজারী উপজেলার বৃহত্তম ইউনিয়ন।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরহাদাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৪৬১ জন। এর মধ্যে পুরুষ ১৩,৫৯৩ জন এবং মহিলা ১৪,৮৬৮ জন। মোট পরিবার ৫,২৮৯টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

হাটহাজারী উপজেলার সর্ব-উত্তরে ফরহাদাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মির্জাপুর ইউনিয়নধলই ইউনিয়ন; পূর্বে ধলই ইউনিয়ন; উত্তরে নাজিরহাট পৌরসভাফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড পৌরসভা, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নবাঁশবাড়িয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। ছোট কাঞ্চনপুর, জঙ্গল উদালিয়া, মাহামুদাবাদ, পশ্চিম ফরহাদাবাদ, পূর্ব মন্দাকিনী ও উদালিয়া -এ ৬টি মৌজা নিয়ে ফরহাদাবাদ ইউনিয়ন গঠিত।[২]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড মাহমুদাবাদ
২নং ওয়ার্ড মোহছেনা পাড়া
৩নং ওয়ার্ড উদালিয়া
৪নং ওয়ার্ড মন্দাকিনী
৫নং ওয়ার্ড ফরহাদাবাদ
৬নং ওয়ার্ড ফরহাদাবাদ
৭নং ওয়ার্ড ফরহাদাবাদ
৮নং ওয়ার্ড ফরহাদাবাদ
৯নং ওয়ার্ড ফরহাদাবাদ

নামকরণ[সম্পাদনা]

একদা ফরহাদ শাহ নামক ব্যক্তির শাসন ছিল এই এলাকায়, তখন ফরহাদ শাহ এর নাম অনুসারে এর নাম 'ফরহাদাবাদ'।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরহাদাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৬%।[১] ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় এই ইউনিয়নের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ বিদ্যালয়। এটি ১৯৬৬ সালে স্থাপিত। এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মহিলা মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • ইঞ্জিনিয়ার সুলতান আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরহাট খাইরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মন্দাকিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ ইউছুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ কোরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ বংশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ মুন্সিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী মফজল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • ফরহাদাবাদ ইউনিয়ন শিশু পরিবার

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এছাড়া রয়েছে ধলই-বাড়বকুণ্ড সড়ক। চট্টগ্রাম-নাজিরহাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও ফরহাদাবাদ ইউনিয়নে যোগাযোগের জন্য চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ রয়েছে।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নের ৪০টি মসজিদ, ১টি ঈদগাহ, ২টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[৫]

খাল ও নদী[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মন্দাকিনী খাল।

হাট-বাজার[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল আবদুল জব্বার হাট, নাজিরহাট এবং নুর আলি মিয়ার হাট।[৬]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

ফরহাদাবাদ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]

  • উদলিয়া চা বাগান
  • হযরত আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) মাজার
  • ইউসুফের দীঘি
  • মন্দাকিনী মেলা

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী –– সুফি সাধক।[৮]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার[৯]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ ফুল মিয়া সওদাগর ১৯৩৭-১৯৪৫
০২ আবু নছর মিয়া ১৯৪৬-১৯৫১
০৩ সৈয়দ আহমদ মিয়া ১৯৫২-১৯৭০
০৪ রুহুল আমিন চৌধুরী ১৯৭১-১৯৭২
০৫ ফয়জুল ইসলাম চৌধুরী ১৯৭৩-১৯৭৭
০৬ ডাঃ আমিন শরীফ ১৯৭৮-১৯৮৪
০৭ মুছা চৌধুরী ১৯৮৫-১৯৮৮
০৮ মোহাম্মদ সিরাজুল ইসলাম সওদাগর ১৯৮৯-১৯৯১
০৯ আবদুল লতিফ ১৯৯২-১৯৯৭
১১ সাহাদাত উসমান ২০১১-২০১৬
১২ মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার ১৯৯৮-২০২২
১৩ মোহাম্মদ শওকতুল আলম শওকত ২০২২-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "ইতিহাস - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd 
  5. "ধর্মীয়প্রতিষ্ঠান - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "হাট বাজারের তালিকা - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd 
  7. "দর্শনীয়স্থান - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  9. "- ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd 
  10. "পুর্বতন চেয়ারম্যানগণ - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"forhadabadup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]