ফয়জুল হাসান (পাকিস্তানের রাজনীতিবিদ)
ফয়জুল হাসান | |
---|---|
صاحبزادہ فیض الحسن | |
পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ২০১৩ – মে ২০১৮ | |
সংসদীয় এলাকা | NA-181 (লেয়াহ-১) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সাহেবজাদা ফয়জুল হাসান ১ জানুয়ারি ১৯৫২ |
রাজনৈতিক দল | পাকিস্তান মুসলিম লীগ (এন) |
সাহেবজাদা ফয়জুল হাসান (উর্দু: صاحبزادہ فیض الحسن; জন্ম: ১ জানুয়ারি ১৯৫২) একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি জুন ২০১৩ থেকে মে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ফয়জুল হাসান পাকিস্তান জাতীয় পরিষদে পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রার্থী হিসেবে ২০০২ সালে নির্বাচনী এলাকা লেয়াহ জেলা NA-187 (লেয়াহ-১) থেকে পরাজিত হন। তিনি ৫৬,৪৯০ ভোট পেয়ে সরদার বাহাদুর আহমেদ খানের কাছে হেরে যান।[২]
তিনি ২০০৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচনী এলাকা NA-181 (লেয়াহ-১) থেকে পিএমএল-এনের প্রার্থী হিসাবে জাতীয় পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।[৩] তিনি ৫৬,৯৫১ ভোট পেয়ে সরদার বাহাদুর আহমেদ খানের কাছে হেরে যান।[৪]
তিনি ২০১৩ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচনী এলাকা NA-181 (লেয়াহ-১) থেকে পিএমএল-এনের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১১৯,৪০৩ ভোট পেয়ে সরদার বাহাদুর আহমেদ খানকে পরাজিত করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PILDAT - Pakistan Institute of Legislative Development And Transparency"। PILDAT (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "ECP" (পিডিএফ)। ECP। Archived from the original on ২০১৮-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "PML-N men attack RO office"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-২১। ২০২২-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "ECP" (পিডিএফ)। ECP। ২০২২-০১-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "ECP - Election Commission of Pakistan" (পিডিএফ)। ecp.gov.pk। ২০২২-০১-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।