ফজলে হোসেন বাদশা
ফজলে হোসেন বাদশা | |
---|---|
রাজশাহী-২ আসনের জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ৩য় | |
কাজের মেয়াদ ২০০৮ – বর্তমান | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রাজশাহী, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ১৫ অক্টোবর ১৯৫২
রাজনৈতিক দল | বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি |
শিক্ষা | এম.এ (অর্থনীতি), এল.এল.বি |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পেশা | আইনপেশা ও ব্যবসা[১] |
ফজলে হোসেন বাদশা (জন্ম: ১৫ অক্টোবর, ১৯৫২) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ২০০৮ সাল থেকে একজন সংসদ সদস্য। তিনি রাজশাহী-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হয়ে প্রতিনিধি[১]
কর্মজীবন[সম্পাদনা]
ফজলে হোসেন বাদশা পেশায় একজন আইনজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "নির্বাচনী এলাকাঃ ৫৩ রাজশাহী- ২"। parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।