বিষয়বস্তুতে চলুন

প্রেরিতদের পত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রেরিত পৌল তার পত্র লিখছেন, ভ্যালেন্টিন ডি বোলোন বা নিকোলাস টুর্নিয়ার কর্তৃক চিত্রিত, আনুমানিক ষোড়শ শতাব্দী, ব্লাফার ফাউন্ডেশন সংগ্রহ, হিউস্টন, টিএস।

প্রেরিতদের পত্র (/ɪˈpɪsəl/; গ্রিক: ἐπιστολή) হলো এমন রচনা অথবা নির্দেশ যা সাধারণত মার্জিত এবং আনুষ্ঠানিক উপদেশমূলক পত্র হিসেবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট প্রেরণ করা হয়। প্রাচীন মিশরে লেখকীয়-উপদেশমূলক রচনার পাঠ্যক্রমের অংশ হিসেবে পত্র-লেখার ক্ষেত্রে প্রেরিতদের পত্রের রীতিটি সাধারণ ছিল। প্রেরিতদের থেকে খ্রিস্টানদের কাছে নূতন নিয়মের পত্রগুলিকে সাধারণত পত্র হিসাবে উল্লেখ করা হয়। যেগুলি ঐতিহ্যগতভাবে পৌলকে আরোপিত করা হয় সেগুলিকে পৌলের পত্র এবং অন্যগুলি ক্যাথলিক পত্র হিসাবে পরিচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]