বিষয়বস্তুতে চলুন

প্রিয়া বদলানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়া বদলানি
জন্ম (1975-01-27) ২৭ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৫০)
মুম্বাই, ভারত
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৪- বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
যাব লাভ হুয়া-তে অন্য

প্রিয়া বদলানি (হিন্দি: प्रिया बद्लानि; জন্ম ২৭ জানুয়ারী ১৯৭৫) [] একজন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন মডেল। তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। জি টিভির ধারাবাহিক যাব লাভ হুয়াতে তিনি আনিয়া শ্রফ নামেই বেশি পরিচিত। তিনি প্রথমবারের মতো আমির খানের সাথে কোকা-কোলার বিজ্ঞাপনে অভিনয় করেন। জি টিভির যাব লাভ হুয়াতে বড় সাফল্য পাওয়ার আগে তিনি নাচ এবং সিলসিলে-এর মতো চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বদলানি ১৯৭৫ সালের ২৭ জানুয়ারী ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।[][যাচাইকরণ ব্যর্থ হয়েছে][ যাচাইকরণ ব্যর্থ হয়েছে ] তিনি একজন হিন্দু। কলেজে গ্রাফিক্স ডিজাইনিং পড়ার সময় থেকেই তিনি ফ্যাশন ফটোগ্রাফার পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি প্রথমবারের মতো আমির খানের সাথে কোকা-কোলার বিজ্ঞাপনে অভিনয় করেন। তিনি ফেয়ার অ্যান্ড লাভলি, ভাটিকা, হ্যানসেলের মতো বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্যও কাজ করেছিলেন। ২০০৪ সালে তিনি নাচ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।[] ২০০৫ সালে তিনি আবার সিলসিলেতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা তিনি মডেলিংয়ে অনুসরণ করেন। তিনি দ্য ফ্যাশন ম্যাগাজিনেও উপস্থিত হয়েছিলেন যেখানে তিনি ভারতের সবচেয়ে আকর্ষণীয় মহিলাদের তালিকায় ২৪তম স্থানে ছিলেন। ২০০৭ সালে তিনি জি টিভির ধারাবাহিক "যাব লাভ হুয়া" তে অভিনয় করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "priya badlani cameo"BCD। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৩ 
  2. "'Priya Badlani as City ki gori '"notoriousmodels। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৩ 
  3. "Priya Badlani's Filmography"indiafm.com। ১৭ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৩ 
  4. "Priya Badlani's latest biography"। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]