বিষয়বস্তুতে চলুন

প্রিয়াঙ্কা দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়াঙ্কা দত্ত
২০২৩ সালে সান দিয়েগো কমিক-কন -এ প্রিয়াঙ্কা
জন্ম
প্রিয়াঙ্কা দত্ত চালাসানি[]

(1984-12-19) ১৯ ডিসেম্বর ১৯৮৪ (বয়স ৪০)
পেশাচলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন২০০৪ – বর্তমান
প্রতিষ্ঠানবৈজয়ন্তী মুভিজ,
থ্রি এঞ্জেলস স্টুডিও
দাম্পত্য সঙ্গীনাগ অশ্বিন (বি. ২০১৫)
সন্তান
পিতা-মাতাসি. আসওয়ানি দত্ত (পিতা)
আত্মীয়স্বপ্না দত্ত,
শ্রাবন্তী দত্ত (বোন)
পুরস্কারতেলুগুতে শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার - মহানতি (২০১৮)

প্রিয়াঙ্কা দত্ত চালাসানি (জন্ম: ১৯শে ডিসেম্বর ১৯৮৪) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক যিনি তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[] তিনি সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং বৈজয়ন্তী মুভিজের প্রতিষ্ঠাতা সি. অশ্বিনী দত্তের কন্যা।

প্রিয়াঙ্কা দত্ত লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন।[] ২০০৪ সালে, ২০ বছর বয়সে, বালু চলচ্চিত্রের সহ-প্রযোজনার মাধ্যমে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।[] তিনি থ্রি অ্যাঞ্জেলস স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং ইয়াদোঁ কি বারাত নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন, যেটি ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

প্রিয়াঙ্কা দত্ত চলচ্চিত্র জগতে তাঁর জীবন শুরু করেছিলেন বোম্বে -ভিত্তিক পরিচালক এবং বিজ্ঞাপন নির্মাতা সুজিত সরকারকে বিভিন্ন ব্র্যাণ্ডের বিজ্ঞাপনে সহায়তা করার মাধ্যমে। তিনি তাঁর বাবার ব্যানার বৈজয়ন্তী মুভিজের সাথে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করার জন্য হায়দ্রাবাদে চলে আসেন। তিনি তিনটি চলচ্চিত্র সহ-প্রযোজনা করেছেন, সেগুলি হলো: বালু (২০০৫), জয় চিরঞ্জীব (২০০৫), এবং শক্তি (২০১১)।[]

থ্রি অ্যাঞ্জেলস স্টুডিও

[সম্পাদনা]

নতুন যুগের চলচ্চিত্রকে উৎসাহিত করার জন্য ২০০৯ সালে প্রিয়াঙ্কা তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা, থ্রি অ্যাঞ্জেলস স্টুডিও[] চালু করেন। স্টুডিওটি তাদের প্রথম ছবি বানম (২০০৯) তৈরি করে, একজন নকশালপন্থী মানুষের একজন আইপিএস অফিসার ছেলের গল্প নিয়ে তৈরি। ছবিটি যেভাবে সমস্যাটি মোকাবিলা করেছে তার জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে।[] ২০০৯ সালে ছবিটি প্রিয়াঙ্কাকে সেরা চলচ্চিত্র বিভাগে রৌপ্য নন্দী পুরস্কার এনে দিয়েছিল।[] তিনি থ্রি অ্যাঞ্জেলস স্টুডিওর অধীনে ভারতের বিশেষ ক্লায়েন্টদের জন্য কর্পোরেট চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০১৫ সালের ডিসেম্বরে, প্রিয়াঙ্কা ইয়েভাদে সুব্রামণিয়াম (২০১৫) এর পরিচালক নাগ অশ্বিনকে বিয়ে করেন, ছবিটি প্রিয়াঙ্কা তাঁর বোন স্বপ্না দত্তের সাথে প্রযোজনা করেছিলেন। এই দম্পতির একটি ছেলে আছে, যার নাম ঋষি।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা উৎপাদন
২০০৫ বালু সহযোগী প্রযোজক বৈজয়ন্তী সিনেমা
জয় চিরঞ্জীব লাইন প্রযোজক বৈজয়ন্তী সিনেমা
২০০৯ বানম প্রযোজক থ্রি অ্যাঞ্জেলস স্টুডিও
২০১০ ওম শান্তি প্রযোজক থ্রি অ্যাঞ্জেলস স্টুডিও
২০১১ শক্তি সৃজনশীল প্রযোজক বৈজয়ন্তী সিনেমা
২০১২ সরোচারু প্রযোজক থ্রি অ্যাঞ্জেলস স্টুডিও
২০১৫ ইয়েভাদে সুব্রামনিয়াম প্রযোজক স্বপ্না সিনেমা
২০১৮ মহানতি প্রযোজক বৈজয়ন্তী সিনেমা
২০২১ মেইল প্রযোজক স্বপ্না সিনেমা
২০২৩ আন্নি মাঞ্চি সাকুনামুলে প্রযোজক স্বপ্না সিনেমা
২০২৪ কল্কি ২৮৯৮ এডি সহ-প্রযোজক বৈজয়ন্তী সিনেমা

ওয়েব সিরিজ

[সম্পাদনা]
শিরোনাম ভূমিকা চ্যানেল
কুমারী শ্রীমতী প্রযোজক অ্যামাজন প্রাইম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "EXCLUSIVE | Dulquer Salmaan was a choice that I was hell bent on: Swapna Dutt Chalasani"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১
  2. 1 2 3 "Priyanka takes Tollywood to Cannes"The Times of India। ৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩
  3. 1 2 3 "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan"Deccan Chronicle। ২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩
  4. "Ashwini Dutt's daughter announces 2 projects"India Glitz। ২৬ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩
  5. "Movie Review-Baanam"The Times of India। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩
  6. "Silver Nandi award for second best Feature Film for Baanam"। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]