প্রশান্ত মৃধা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রশান্ত মৃধা
কথাসাহিত্যিক
জন্ম২০ নভেম্বর ১৯৭১
বাগেরহাট
পেশাশিক্ষক

প্রশান্ত মৃধা (২০ নভেম্বর ১৯৭১) বাংলাদেশের একজন সাহিত্যিক। গল্প-উপন্যাস লেখার পাশাপাশি প্রবন্ধ ও সাহিত্যিক কলামসহ অন্যান্য গদ্য লিখে থাকেন। সৃজনশীল সাহিত্যকর্মের জন্য ২০১৬ খ্রিস্টাব্দে আখতারুজ্জামান ইলিয়াস[১] কথাসাহিত্য পুরস্কার, ২০১০ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ২০১৭ সালে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, এবং ২০১৮ সালে জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন।

জন্ম, শিক্ষা ও জীবিকা[সম্পাদনা]

প্রশান্ত মৃধা ২০ নভেম্বর ১৯৭১ বাগেরহাটে জন্মগ্রহণ করেন। প্রেমানন্দ মৃধা ও শৈবালিনী মৃধার তিন ছেলের মধ্যে প্রশান্ত মৃধা সবার বড়ো।[২]

প্রশান্ত মৃধা ১৯৮৮ সালে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পাস করেন। ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় পাস করেন বাগেরহাটের সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ থেকে।[তথ্যসূত্র প্রয়োজন] স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে বিয়ানীবাজার সরকারি কলেজ এ বাংলা বিভাগের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।[৩][৪]

গ্রন্থসমূহ[সম্পাদনা]

গল্পগ্রন্থ[সম্পাদনা]

  • কুহকবিভ্রম (২০০০)। প্রকাশক : শ্রাবণ।
  • ১৩ ও অবশিষ্ট ছয় (২০০১)। প্রকাশক : ঐতিহ্য। আইএসবিএন : 9847760721
  • আরও দূরজন্ম জন্মান্তর (২০০৪ )। প্রকাশক : জনান্তিক। আইএসবিএন : 9847810184
  • বইঠার টান (২০০৬)। প্রকাশক : ঐতিহ্য।
  • শারদোৎসব (২০০৬)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849487166
  • করুণার পরিজন (২০০৮)। প্রকাশক : পাঠসূত্র।
  • মিঠে আশার অন্ধকার (২০০৯)। প্রকাশক : শুদ্ধস্বর।
  • প্রতিদিন অচেনা মুখ (২০১১)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789848021910
  • যুধিষ্টিরের সঙ্গী (২০১২)। প্রকাশক : উৎস প্রকাশন। আইএসবিএন : 9789848901908
  • কাছে দূরের গান (২০১৪)। প্রকাশক : নান্দনিক। আইএসবিএন : 9789849094951
  • অনুষঙ্গ (২০১৬)। প্রকাশক : গদ্যপদ্য। আইএসবিএন : 9789849175476
  • ধুলোয় সব মলিন (২০১৭)। প্রকাশক : গ্রন্থ কুটির। আইএসবিএন : 9789849245070
  • সদর মফস্বল (২০১৭)। প্রকাশক : রোদেলা প্রকাশনী। আইএসবিএন : 9789849238096
  • বেলি কেডসের স্মৃতি (২০১৭)। প্রকাশক : বাতিঘর। আইএসবিএন : 9789848825525
  • সীমানার নিকট দূর (২০১৮)। প্রকাশক : কথাপ্রকাশ।

উপন্যাস[সম্পাদনা]

  • মৃত্যুর আগে মাটি (২০০২)। প্রকাশক : অ্যাডর্ন পাবলিকেশন। আইএসবিএন : 9789842000980
  • কার্জনসম্পর্কে প্রাসঙ্গিক (২০০৭)। প্রকাশক : ঐতিহ্য
  • আপন সাকিন (২০১১)। প্রকাশক : জয়তী। আইএসবিএন : 978985889511
  • রূপকুমার ও হরবোলা সুন্দরীর অসমাপ্তপালা (২০১২)। প্রকাশক : শুদ্ধস্বর।
  • ক্ষয়পুরাণ (২০১৩)। প্রকাশক : নান্দনিক।
  • নদীর তৃতীয় তীর (২০১৩)। প্রকাশক : শুদ্ধস্বর।
  • জল ও জালের তরঙ্গ (২০১৪)। প্রকাশক : রোদেলা প্রকাশনী। আইএসবিএন : 9789849238126
  • বিগতকালের অনুমান (২০১৫)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9847012004463
  • সবুজ ঘাসের প্রান্তর (২০১৬)। প্রকাশক : গ্রন্থ কুটির। আইএসবিএন : 9789849196143
  • ডুগডুগির আসর (২০১৭)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9847012006382
  • গোলকধাঁধায় ঘোরাফেরা (২০২০)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849439127
  • নির্জন মগ্নতার ধারে (২০২১)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849539803
  • বাঁকা জলের খেলা (২০২২)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9789849649816
  • পয়ার ও লাচাড়ি (২০২৩)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849735571

প্রবন্ধ ও ব্যক্তিগত রচনা[সম্পাদনা]

  • গল্পের খোঁজে (২০১০)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9847012006764
  • সন্ন্যাসের সহচর (২০১০)। প্রকাশক : শুদ্ধস্বর।
  • নিজের জন্য খসড়া (২০১১)। প্রকাশক : শুদ্ধস্বর।
  • আমার রবীন্দ্রনাথ (২০১১)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849331162
  • নদীর জলে ছায়া (২০১৫)। প্রকাশক : চৈতন্য। আইএসবিএন : 9789849051404
  • হারিয়ে যাওয়া জীবিকা (২০১৬)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9847012005422
  • উচ্চারণের ক্রমশসাহস (২০১৬)। প্রকাশক : চারুলিপি প্রকাশন। আইএসবিএন : 9789845981804
  • আখতারুজ্জামান ইলিয়াস কৌতুকী ক্রোধের উত্তাপ (২০১৬)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9847012005613
  • অষ্টাবক্রের সাত-সতেরো (২০১৮)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849331247
  • অবিরাম গুঞ্জরণ (২০২৩)। প্রকাশক : নাগরী। আইএসবিএন : 9789849735533
  • দড়াটানা ঘাট : সাহিত্যের ইশারা কিংবা হাতছানি (২০২৪)। প্রকাশক : কথাপ্রকাশ। আইএসবিএন : 9789849892700

শিশুসাহিত্য[সম্পাদনা]

  • ছাড়া ভিটার ভূত (২০০৮)। প্রকাশক : শ্রাবণ।
  • মিথ্যে ভূতের হাত (২০১৫)। প্রকাশক : জয়তী। আইএসবিএন : 9789849151920

সংকলন[সম্পাদনা]

  • পাঁচটি উপন্যাস (২০১৯)। প্রকাশক : কথাপ্রকাশ।
  • নিজস্ব মুদ্রাদোষ (২০১৯)। প্রকাশক : পেন্সিল পাবলিকেশন। আইএসবিএন : 9789849372295

সম্পাদনা[সম্পাদনা]

  • অগ্রন্থিত আখতারুজ্জামান ইলিয়াস (২০০৩)। প্রকাশক : ঐতিহ্য।
  • অগ্রন্থিত কায়েস আহমেদ (২০১০)। প্রকাশক : ঐতিহ্য। আইএসবিএন : 9789848863237
  • গল্পগুচ্ছ : প্রভাব ও সংযোগ (২০১৩)। প্রকাশক :উৎস প্রকাশন। আইএসবিএন : 9789849238102

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার পেলেন প্রশান্ত মৃধা"। প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "প্রবীণ শিক্ষক প্রেমানন্দ মৃধা আর নেই"। বাগেরহাট ইনফো। ৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা'র জেমকন সাহিত্য পুরস্কার লাভ"। বিয়ানীবাজারনিউজ২৪। ১০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার পেলেন প্রশান্ত মৃধা"। প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩ 
  5. "কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার"https://bn.m.wikipedia.org। wikipedia। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  6. "এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন ১১ জন"। দৈনিক সমকাল। ১৯ জুলাই ২০১৭। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  7. "আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পেলেন প্রশান্ত মৃধা"। দৈনিক সমকাল। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা"https://bn.wikipedia.org/wiki/। উইকিপিডিয়া। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  9. "সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ লেখক"। দৈনিক প্রথম আলো। ২৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  10. "শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ঘোষণা"। প্রতিদিনের সংবাদ। ৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  11. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন প্রশান্ত মৃধাসহ তিন লেখক"। বাংলা ট্রিবিউন। ৯ নভেম্বর ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 


বহিঃসংযোগ[সম্পাদনা]