প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিচারপতি
স্যার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়
বিচারপতি, এলাহাবাদ উচ্চ আদালত
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০ এপ্রিল ১৮৪৮
মৃত্যু২২ মার্চ ১৯৩০
এলাহাবাদ, উত্তর প্রদেশ [১]
জাতীয়তাবৃটিশ ভারতীয়
শিক্ষাস্নাতক, এলএল.বি

স্যার প্রমদা চরণ বন্দ্যোপাধ্যায় [ক] (১০ এপ্রিল ১৮৪৮ - ২২ মার্চ ১৯৩০) এলাহাবাদ হাইকোর্টে ব্রিটিশ শাসনামলে একজন বাঙালি ভারতীয় আইনবিদ ছিলেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। [১]

ব্যানার্জির জন্ম বৃটিশ ভারতের হুগলি জেলার উত্তরপাড়ায় ১৮৪৮ সালের ১০ এপ্রিল । তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং, সেখান থেকে তিনি যথাক্রমে বিএ এবং বিএল ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথমে বিহারের বাঁকীপুরের ও পরে ১৮৭০ সালে এলাহাবাদে ওকালতি করেন। [২][৩]

বন্দ্যোপাধ্যায় ১৮৭২ সালের জানুয়ারিতে মুন্সিফ হিসাবে প্রথমে ভারতের বিচার বিভাগে যোগ দেন এবং এলাহাবাদ, বেনারস এবং গাজীপুরে কর্মরত ছিলেন। তিনি ১৮৮০ সালে অধস্তন বিচারক নিযুক্ত হন এবং প্রথম ভারতীয় বিচারক হিসাবে শুরুতে আগ্রার ছোট মামলার আদালতগুলিতে এবং পরে এলাহাবাদে। ১৮৯৩ সালের ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্টে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের অবর বিচারক হওয়ার আগে তিনি লখনউতে স্বল্প সময়ের অতিরিক্ত দেওয়ানী বিচারক ছিলেন। [৩][৪] ১৯২৪ সালের মার্চ মাসে বেঞ্চ থেকে অবসর নেওয়ার আগে কানহাইয়া লালকে তার স্থলাভিষিক্ত করা হলে তিনি ১৯২৩ সালের আগস্ট পর্যন্ত এই পদে ছিলেন। [৫][৬]

ব্যানার্জি দ্বিতীয় ভারতীয় হিসাবে এলাহাবাদ হাইকোর্টে বিচারক নিযুক্ত হন। প্রথম ভারতীয় ছিলেন সৈয়দ মাহমুদ [খ] তার দীর্ঘমেয়াদী দুরারোগ্য মাতালতা তার কর্মক্ষমতাকে প্রভাবিত করছে এই অভিযোগের মুখে মাহমুদ আদালত থেকে অবসর নেন এবং ব্যানার্জি তার স্থলাভিষিক্ত হন। মাহমুদ, প্রধান বিচারপতি জন এজ ও অন্যান্যদের সাথে তিনিও এলাহাবাদ হাই কোর্টের আইনি বিবরণীর পাতায় পাতায় দৃষ্টান্তমূলক কাজের মহিমা রেখে গেছেন। [৮]

তিনি বৃটিশ রাজের ১৯১৩ সালের জন্মদিনে প্রদত্ত নাইট ব্যাচেলর হিসাবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সদস্য হন এবং ১৯১৭ সাল হতে ১৯১৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন ছিলেন। [৯] শেষোক্ত বছরে বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টর অব ল’ ডিগ্রি প্রদান করে। পরবর্তীকালে তার সম্মানে পি সি ব্যানার্জি হোস্টেলও প্রতিষ্ঠিত হয়। [১০] ১৯২১ সালে জনসেবার স্বীকৃতি স্বরূপ তিনি জর্জ পঞ্চম কর্তৃক প্রথম শ্রেণির কায়সার-ই-হিন্দ পদক লাভ করেছিলেন। [১১]

ব্যানার্জি ৮২ বছর বয়সে প্রয়াত হন। [৫] তার পুত্র ললিত মোহন বন্দ্যোপাধ্যায় পরে এলাহাবাদ হাইকোর্টের বিচারক হন [১২]

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় তার সম্মানে ১৯১৫ সালে স্যার প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায় ছাত্রাবাস প্রতিষ্ঠা করে। [১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. also transliterated as Pramoda Churn Banerji, Bannerji, Bannerjee, Banarji, or Banarjee
  2. Between 1876 and 1910 there were 29 judges who sat in the Allahabad High Court, of which 25 were British. Two of the remainder, including Mahmood, were Muslims whose opinions were rarely accepted by the full bench.[৭]

উদ্ধৃতি

  1. "Sir P. C. Banarji"The Times। The Times Digital Archive। ২৪ মার্চ ১৯৩০। পৃষ্ঠা 19। 
  2. Banerji, Amitav। "Sir Pramoda Charan Banerjee" (পিডিএফ)। Allahabad High Court। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১১ 
  3. "Notes and Comments"। ১৭ ডিসেম্বর ১৮৭৩: 4। 
  4. India Office, United Kingdom (১৯০৫)। The India List and India Office List। Harrison and Sons। পৃষ্ঠা 591। 
  5. Banerji, Amitav। "Sir Pramoda Charan Banerjee" (পিডিএফ)। Allahabad High Court। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১১ Banerji, Amitav. "Sir Pramoda Charan Banerjee" (PDF). Allahabad High Court. Retrieved 11 August 2014.
  6. "Imperial and Foreign News Items"The Times। London, England। ১৯ সেপ্টেম্বর ১৯২৩। পৃষ্ঠা 9। 
  7. Kozlowski, Gregory C. (২০০৮)। Muslim Endowments and Society in British India (Reprinted সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 118–119। আইএসবিএন 978-0-521-08867-1 
  8. Beg, Nasirullah (২৫ নভেম্বর ১৯৬৬)। "Welcome Address" (পিডিএফ)। Allahabad High Court। 
  9. "Ex- Vice Chancellor"। University of Allahabad। ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "History"। University of Allahabad। 
  11. "Kaisar-I-Hind Medal"The Times। London, England। ১ জানুয়ারি ১৯২১। পৃষ্ঠা 9। 
  12. "Mr. Justice Banarjee"The Times। London, England। ২০ অক্টোবর ১৯৩২। পৃষ্ঠা 19। 
  13. "Sir PCB Hostel"। University of Allahabad। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৬Hindi text: Sir P. C. Banerjee Hostel (established 1915 to pay regard to Sir P. C. Banerjee) organised a centenary function on 2, 3, 4 October 2015"