বিষয়বস্তুতে চলুন

প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়
200x265
১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়
জন্ম১৮৭৮
মৃত্যু৫ নভেম্বর ১৯৬০
পেশাঅর্থনীতিবিদশিক্ষাবিদ
পিতা-মাতাননীলাল বন্দ্যোপাধ্যায় (পিতা)

প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৭৮ – ৫ নভেম্বর ১৯৬০ ) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও খ্যাতনামা শিক্ষাবিদ[] অর্থনীতির অধ্যাপক তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও রাজনীতিবিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৩।০৩|১৯৪৬ - ২৩|০৯|১৯৪৯|) ছিলেন।[]

জন্ম ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা উত্তরপ্রদেশের মির্জাপুরে। পিতা ননীলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন মৈনপুরীর বিখ্যাত উকিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশের পর গবেষণার জন্য ইংল্যান্ডে যান। তিনিই প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ডক্টর অব সায়েন্স[]

কর্মজীবন

[সম্পাদনা]

দেশে প্রত্যাবর্তনের পর তিনি অর্থনীতিতে একজন স্বীকৃত ব্যক্তিত্ব হিসাবেই পরিচিতি পান। তিনি ১৯২০ খ্রিস্টাব্দ হতে পনেরো বৎসর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির মিন্টো প্রফেসর ছিলেন। []তাছাড়া কেবল শিক্ষাব্যবস্থা নয়, ভারতের অর্থনীতির উপর তার বিশেষজ্ঞের জ্ঞান দেশের সেবায় নির্দেশকের কাজ করেছিল। প্রখ্যাত ইংরেজ লেখক ও দার্শনিক অ্যালডাস লিওনার্ড হাক্সলির তথ্যভিত্তিক রচনায় প্রমথনাথ শ্রদ্ধার সাথে উল্লেখিত হয়েছেন। []

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে তিনি রাজনীতিতে যোগ দেন। ১৯২৩-৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের হয়ে বঙ্গীয় আইন সভার এবং ১৯৩৫-৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত কেন্দ্রীয় আইন সভার সভ্য ছিলেন। তবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা গ্রহণের প্রতিবাদে তিনি জাতীয় কংগ্রেস পরিত্যাগ করেন এবং পণ্ডিত মদনমোহন মালব্যের সঙ্গে একযোগে জাতীয় দল তথা কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি গঠন করেন। সেকারণে ১৯৪২-৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টির নেতা ছিলেন। []

তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে তথা জাতীয়তাবাদী ক্রিয়াকলাপে বুদ্ধিজীবীমহলের ব্যক্তিত্বদের অন্যতম ছিলেন। রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৪-৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সভাপতি ছিলেন। তারই নেতৃত্বে কলকাতা মহানগরীর আইকনিক ল্যান্ডমার্ক- ঐতিহ্যবাহী ফেডারেশন হলে ১৯৫৩ খ্রিস্টাব্দে ফেডারেশন হল সোসাইটি, গ্রন্থাগার ও সভাকক্ষ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪-৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তথা ভারতসভার অধ্যক্ষ ছিলেন। বহুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য ছাড়াও, তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৩ মার্চ হতে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন।[]

দেশের অর্থনীতির উপর বহু গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-

  • এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ট্যাক্সেশন
  • প্রোভিনশিয়াল ফিনান্স অফ ইন্ডিয়া
  • ফিস্ক্যাল পলিসি অফ ইন্ডিয়া
  • এ স্টাডি অফ ইন্ডিয়ান ইকোনমিক্স
  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যানসেন্ট ইন্ডিয়া
  • ইন্ডিয়ান ফিন্যান্স

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪২০-৪২১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "List of Vice Chancellors of the University of Calcutta"University of Calcutta। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 
  3. "Acharya Pramatha Nath Banerjea" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১২