প্রবেশদ্বার:ধর্ম
ধর্ম প্রবেশদ্বার

ধর্ম (বাংলা উচ্চারণ: [dʱɔɾmo] ধর্মো) হলো একাধিক অর্থবাচক একটি শব্দ; সাধারণত এটি দ্বারা সামাজিক-সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায়, যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদর্শন, পাঠ্য, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী, নীতিশাস্ত্র বা সংগঠন, যা সাধারণত মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক উপাদানের সাথে সম্পর্কিত করে—যদিও ধর্ম সুনির্দিষ্টভাবে কীসের সমন্বয়ে গঠিত হয় তা নিয়ে পণ্ডিতদের মাঝে কোনো ঐক্যমত নেই। তবে ভারতীয় দর্শনে, ধর্ম বলতে সাধারণত প্রাকৃতিক ও মহাজাগতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন, শৃঙ্খলা, আচরণ, নৈতিক গুণাবলি ও কর্তব্য, অনুশীলন এবং জীবনযাত্রাকে বোঝায়। বিভিন্ন ধর্মে ঐশ্বরিকতা, পবিত্রতা, আধ্যাত্মিক বিশ্বাস ও এক বা একাধিক অতিপ্রাকৃতিক সত্তা থেকে শুরু করে বিভিন্ন উপাদান থাকতে পারে বা নাও থাকতে পারে। (সম্পূর্ণ নিবন্ধ...)
গুরুত্বপূর্ণ নিবন্ধ

বাইবেল বা ধর্মপুস্তক (হিব্রু ভাষায়: ביבליה; প্রাচীন গ্রিক: τὰ βιβλία, tà biblía, “পুস্তকসমূহ”) একটি ধর্মগ্রন্থ সংকলন যা খ্রীষ্টান, যিহূদী, শমরীয়, রাস্তাফারি ও অন্যান্যদের নিকট পবিত্র। এটি বিভিন্ন ধরনের পুস্তকের সংকলন (anthology) যা এই বিশ্বাসের দ্বারা সংযুক্ত যে তারা সম্মিলিতভাবে ঈশ্বরের দৈববাণী। এই পুস্তকগুলির মধ্যে রয়েছে ধর্মতাত্ত্বিক দৃষ্টিনিবদ্ধ, ঐতিহাসিক বিবরণ, স্তব, প্রার্থনা, প্রবাদ-প্রবচন, নীতিগর্ভ রূপক কাহিনী, পত্র, আদিরসাত্মক গল্প, কাব্য ও ভাববাণী। বিশ্বাসীরা সাধারণত বাইবেলকে ঐশ্বরিক অনুপ্রেরণার একটি সৃষ্টিকর্ম হিসাবে বিবেচনা করে। (সম্পূর্ণ নিবন্ধ...)
আপনি জানেন কি
- ... উজাইরকে ইহুদিরা "ঈশ্বরের পুত্র" মনে করতো?
- ... বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ’র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না?
- ... শামস নাভেদ উসমানি ইসলাম ও হিন্দুধর্মে পারদর্শীতার জন্য একই সাথে 'আচার্য' ও 'মাওলানা' উপাধি লাভ করেছিলেন?
- ... আশকেনজি ইহুদিরা ঐতিহ্যগতভাবে ইদ্দিশ ভাষায় বেইথ নেসেট তথা ইহুদি উপাসনালয় বুঝাতে 'শুল' ব্যবহার করে?
- ... বেল্জ মহা উপাসনালয় পৃথিবীর বৃহত্তম সিনাগগ?
- ... মিশর ১৯৩৭ সালে হজযাত্রীদের জন্য সর্বপ্রথম বিমান পরিষেবা চালু করে?
- ... জেরুসালেমের প্রধান মুফতির পদটি ১৯১৮ সালে রোনাল্ড স্টোর্স নেতৃত্বাধীন ব্রিটিশ সামরিক সরকার তৈরি করে?
- ... জরাথুস্ট্র ধর্মের উৎপত্তিস্থল ইরান হলেও গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জরাথুস্ট্র ধর্মাবলম্বী ভারতে বসবাস করে?
- ... রামকৃষ্ণ পরমহংস ইসলাম ও খ্রিস্টধর্ম সহ বিভিন্ন ধর্মমত অভ্যাস করার পর উপলব্ধি করেছিলেন সকল মতই একই ঈশ্বরের পথে মানুষকে চালিত করে?
কোনো সাম্প্রতিক যোগকৃত আইটেম নেই
সম্পর্কিত প্রবেশদ্বার
নির্বাচিত নিবন্ধ
![]() জিন কলম্বি এবং সেবাস্তিয়ান ম্যামেরট অঙ্কিত ইনাবের যুদ্ধ |
দ্বিতীয় ক্রুসেড (১১৪৫ - ১১৪৯) ইউরোপ থেকে ঘোষিত দ্বিতীয় প্রধান ধর্মযুদ্ধ । ১১৪৪ খ্রিষ্টাব্দে জেনগি বাহিনীর নিকট এডিসা অঙ্গরাজ্যের পতনের সূত্র ধরে শুরু হয় ২য় ধর্মযুদ্ধ । ১০৯৮ খ্রিষ্টাব্দে প্রথম ধর্মযুদ্ধ চলাকালে এডিসা অঙ্গরাজ্যের গোড়াপত্তন করেন জেরুজালেমের রাজা প্রথম বাল্ডুইন । রাজ্যটির প্রতিষ্ঠা সবার শুরুতে হলেও এটির পতনও হয় সবার শুরুতেই । (সম্পূর্ণ নিবন্ধ...)
উপবিষয়শ্রেণী
বিষয়
জড়িত হন
প্রবেশদ্বার