প্রবেশদ্বার:হুমায়ূন আহমেদ/নির্বাচিত উপন্যাস
দুরত্ব হুমায়ূন আহমেদের উপন্যাস যেটির উপর ভিত্তি করে ২০০৬ সালে বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র নির্মিত হয়। এটি পরিচালনা করেন মোরশেদুল ইসলাম। চলচ্চিত্রটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ, হাকিম ফেরদৌস, আখতার হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহিদা মল্লিক জলি, শহিদুল আলম সাচ্চু ও তানিয়া।
এইখানের ‘’’নির্বাচিত উপন্যাস'’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :
|