প্রবেশদ্বার:সুফিবাদ/নির্বাচিত নিবন্ধ/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ইংরেজি: Syed Ahmed Ullah Maizbhanderi) বা সৈয়দ আহমদ উল্লাহ (জন্ম: ১৮২৬- মৃত্যু: ১৯০৬) হলেন মাইজভান্ডারী তরীকার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন সুফি সাধক বা পীর। তিনি আহমদ উল্লাহ মাইজভান্ডারী নামেই বহুল পরিচিত। তাঁর অনুসারীগণ শুরু হতে যে সকল প্রচার প্রকাশনা বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তাঁর নাম গাউছুল আজম হযরত মৌলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কেবলা ক্বাবা কাদ্দাছাল্লাহু ছিরহুল আজিজ / (কঃ) লিখতে দেখা যায়।

বিস্তারিত