প্রবেশদ্বার:বই/নির্বাচিত লেখক/৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টমাস স্টেয়ার্নস এলিয়ট (১৮৮৮ – ১৯৬৫) একজন ইংরেজ কবি, নাট্যকার, প্রকাশক ও সাহিত্য-সমালোচক। তাকে "বিশ শতকের অন্যতম প্রধান কবি" এবং "আধুনিক কবিতার পথিকৃৎ" ভাবা হয়। এলিয়ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও ২৫ বছর বয়সে ইংল্যান্ডে চলে যান এবং একসময় বৃটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।

এলিয়ট ১৯১৫ সালের দিকে তার কবিতা দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক এর মাধ্যমে সবার নজর কাড়েন। এরপরে তার ঝুলি থেকে একে একে বের হয় বিশ্ববিখ্যাত সব কবিতা: দি ওয়েস্ট ল্যান্ড (১৯২২), দি হলো মেন (১৯২৫), অ্যাশ ওয়েন্সডে (১৯৩০) এবং ফোর কোয়ার্টার্স (১৯৪৫)। তার লেখা নাটকগুলোর মধ্যে অন্যতম ছিল মার্ডার ইন দ্যা ক্যাথেড্রাল (১৯৩৫)। আধুনিক কাব্যে অভূতপূর্ব অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।