প্রবেশদ্বার:নেপাল/নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিষ্ঠানন্দ বজ্রাচার্য

নেপাল ভাষার চার স্তম্ভ (নেপাল ভাষা: नेपाल भाषाया प्यंगः थां) বলতে দমনাত্মক রাণা শাসনামলে নেপাল ভাষা ও এর সাহিত্যে নেতৃত্বদানকারী চারজন ব্যক্তিকে নির্দেশ করা হয়। তাদের অবদান ২০শ শতাব্দীতে নেপাল ভাষার পুনর্জাগরণের পথ প্রদর্শন করে। তারা ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাণের ঝুঁকি সত্ত্বেও নেপাল ভাষায় সাহিত্য রচনা এবং আধুনিক নেপাল ভাষার উন্নয়নের সূচনা করেন। তাদের অবদান কাঠমান্ডুতে নেপাল ভাষা আন্দোলনের সূচনা করে, যা পরবর্তীতে ভাষাটির শিক্ষা, গণমাধ্যম ও আনুষ্ঠানিক ক্ষেত্রে স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখে। নেপাল ভাষার পুনর্জাগরণের চার স্তম্ভ হিসেবে সম্মানীত চারজন ব্যক্তি হলেন লেখক নিষ্ঠানন্দ বজ্রাচার্য, কবি সিদ্ধিদাস মহাজু, শিক্ষাবিদ জগৎ সুন্দর মল্ল এবং কবি যোগ বীর সিং কংসকার। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত নিবন্ধসমূহের তালিকা