বিষয়বস্তুতে চলুন

প্রবীণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রবীণা
২০১২ সালে প্রবীণা
জন্ম
প্রবীণা
জাতীয়তা ভারতীয়
পেশা অভিনেত্রী এবং কন্ঠ শিল্পী

প্রবীণা একজন ভারতীয় অভিনেত্রী এবং কন্ঠ শিল্পী যিনি মূলত মালায়ালাম টেলিভিশন ধারাবাহিক এবং চলচ্চিত্রে অভিনয় করেন। প্রবীণা কয়েকটি তামিল টেলিভিশন সিরিজ এবং চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন অপেরাতে মায়ের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত। [][]

তিনি ১৯৯২ সালে গৌরী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। [] তিনি ১৯৯৮ সালে অগ্নিসাক্ষী এবং ২০০৮ সালে ওরু পেন্নাম রান্দানুম চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রী হিসাবেকেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছেন। [][][] তিনি ২০১০ সালে ইলেকট্রা [] এবং ২০১২ সালে ইভান মেঘরূপান চলচ্চিত্রের জন্য সেরা কন্ঠ শিল্পী হিসাবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন []

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি অগ্নিসাক্ষী, ইংলিশ মিডিয়াম, ভাসান্থিয়ুম লক্ষ্মীউম পিন্নে নজানুম, স্বর্ণম এবং ওরু পেনুম রান্দানুম সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রবীণা অনিল বাবুর কালিয়ুনজালের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মালায়ালম সিনেমায় আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি অভিনেতা দিলীপের বিপরীতে জুটি বেঁধেছিলেন। ওরাল মাথরামে দ্য ট্রুথ এবং এঝুপুন্না থারাকান চলচ্চিত্রে তার ভূমিকা স্মরনীয়।

তিনি চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ১৯৯৮ সালে, তিনি অগ্নিসাক্ষীতে তার অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রী হিসাবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন এবং ২০০৮সালে তিনি ওরু পেনুম রান্দানুম- এ তার ভূমিকার জন্য একই বিভাগে পুনরায় কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ২০১০ এবং ২০১১ সালে, তিনি যথাক্রমে ইলেকট্রা এবং ইভান মেঘরূপান ছবির জন্য সেরা কন্ঠ শিল্পী বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

প্রবীনা স্বপ্নম, মেঘম, মৈনম, মাজহাভিল মনোরমা এবং মোহাক্কাদলের মালাখামার -এর মতো অনেক টিভি ধারাবাহিকেও অভিন্য করেছেন। তিনি কৈরালি টিভিতে মামি অ্যান্ড মি, কমেডি স্টারস এবং এশিয়ানেটে স্টার সিঙ্গার সহ বেশ কয়েকটি রিয়েলিটি শো -তে বিচারক হিসেবেও কাজ করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

প্রবীণার জন্ম রামচন্দ্রন নায়ার এবং ললিতাবাইয়ের ঘরে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক। তার এক বড় ভাই আছে, প্রমোদ রামচন্দ্রন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তিনি কেরালার একজন ব্যবসায়ী প্রমোদ নায়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর, তিনি অভিনয় থেকে কিছুক্ষণের জন্য বিরতি নেন। এই দম্পতির গৌরী প্রমোদ নামে একটি কন্যা সন্তান রয়েছে। [][যাচাই প্রয়োজন][ যাচাইকরণ প্রয়োজন ]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
প্রবীনার মালয়ালম চলচ্চিত্র তালিকা
বছর চলচ্চিত্র চরিত্র মন্তব্য
১৯৯২ গৌরী যুবা গৌরী শিশু শিল্পী
১৯৯৭ কালিয়ুঞ্জাল রাধা
ওরাল মাত্রাম মালবিকা মেনন
১৯৯৮ কালাপম গোপিকা
প্রণয়বর্ণাঙ্গাল বনজা
দ্য ট্রুথ গায়ত্রী
শ্রীকৃষ্ণপুরতে নক্ষত্রতিলাকম আশা
১৯৯৯ ওন্নামভাট্টাম কান্ডাপ্পোল সোফিয়া
গান্ধিয়ান দিব্যা
অগ্নিসাক্ষী থাঙ্কম
এঝুপুন্না তারকান রানি
মাঝভিল্লু নীনা
ঋষিভংশম নাট্যশিল্পী
ইংলিশ মিডিয়াম স্নেহলতা
সাফল্যাম আম্মু
বসন্তিয়ুম লক্ষ্মীয়ুম পিনে ঞ্জানুম বসন্তি
২০০০ পাইলটস সিস্টার সিন্ড্রেলা / মেঘা ম্যাথিউ
পুনরধিবাসম সাবিত্রী
মনসিল ওরু মঞ্জুথুলি মায়া
২০০১ নলচরিতম নালাম দিবাসম ইন্দু
স্বরনচিরাকুমায়
২০০৭ রক এন' রোল মারিয়া
২০০৮ স্বরনম রাধা
থিরাকথা মীরা অতিথি উপস্থিতি
ওরু পেন্নুম রন্দানুম পাঙ্কিয়াম্মা
২০০৯ বিলাপাঙ্গাল্ক্কাপ্পুরম বিলাসিনী
২০১০ খিলাফত
পেনপট্টানাম অ্যাডভোকেট মহেশ্বরী আয়ার
ইঙ্গানেয়ুম ওরাল প্রিয়ম্বদা/শীলা দেবী
২০১১ বরদানাম
সুপার হিরো
বিউটিফুল ডাক্তার
২০১২ মঞ্জাদিকুরু শীলা
মুল্লামোত্তুম মুন্থিরিচারুম সুমিত্রা
আকস্মিকম শৈলজা টিচার
হাজব্যান্ডস ইন গোয়া অ্যানি
উস্তাদ হোটেল ফারিদা রাজাক
২০১৩ হনিবি লিসাম্মা
মেমরিজ পার্থিবী
উইপিং বয় নবীসু
বেদিভাজিপাডু দিব্য চরিত্র/যাত্রী
এঝু সুন্দরা রাত্রীকাল ডাঃ ডেইজি
অভিচারিতা চারুলতা
২০১৪ ল’ পয়েন্ট গীতা
ব্যাঙ্গালোর ডেইজ শোভা
উরভা
কালার বেলুন সীতা
স্টাডি ট্যুর পদ্মিনী টিচার
লিটল সুপারম্যান জেনি উইলসন ২০১৫ সালে পুনর্মুক্তি
২০১৫ মিলি ন্যন্সি
১০০ ডেজ অব লাভ অদূর পঙ্কজম
২০১৬ কাট্টুম মাঝায়ুম দীপা
বুদ্ধানুম চাপ্লিনুম চিরিক্কুন্নু ইন্দুলেখা
২০১৭ হনিবি ২: সেলিব্রেশনস লিসাম্মা সংরক্ষিত ফুটেজ

অনানুষ্ঠানিক অতিথি
ভিমানাম গীতা
২০১৮ কার্বন সুজাতা অতিথি উপস্থিতি
কথা পরঞ্জা কথা রোসাকুট্টি
চালাক্কুদিকারান চাঙ্গাথি নিজেই অনানুষ্ঠানিক ফটো মাত্র
সাভারি নির্মলা টিচার
ময়িল
২০১৯ আকাশ গঙ্গা ২ ওপ্পোল
হ্যাপি সরদার আন্নাম্মা ইন্দরপাল সিং
২০২১ পিডিকিট্টাপুলি রেবতী
সুমেশ অ্যান্ড রমেশ ঊষামল
২০২২ এন্তে মাজা উন্নির কাকী
পারফিউম সান্দ্রা
২০২৩ লাইকা [১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ur, Arya। "I would love to play Adhiparashakthi again: Praveena – Times of India"The Times of India 
  2. പ്രവീണ സീരിയല്‍ അഭിനയം നിര്‍ത്തിയതിനു പിന്നില്‍? – Mangalam Retrieved 24 August 2013
  3. M, Athira (৩ জানুয়ারি ২০১৮)। "I need a break from intense roles: Praveena – The Hindu"The Hindu 
  4. "Kerala State Film Awards (Page 3)"Government of Kerala। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  5. "Kerala State Film Awards (Page 4)"Government of Kerala। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  6. "Five awards for Adoor's Oru Pennum Randanum"The Hindu। ৪ জুন ২০০৯। ৭ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০০৯ 
  7. Pavithra Srinivasan (৫ জানুয়ারি ২০১১)। "Praveena conquers Tamil TV"Rediff.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১১ 
  8. "Dileep, Shwetha make the cut"The Hindu। Chennai, India। ২০ জুলাই ২০১২। 
  9. Praveena (৯ আগস্ট ২০১২)। "Actress Praveena"-On record 9, August 2012 Part 1On Record। সাক্ষাত্কার গ্রহণ করেন TN Gopakumar। Asianet News। event occurs at [time needed]। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩ – YouTube-এর মাধ্যমে। 
  10. "Laika to release this Friday"Cinema Express (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০২