ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রথম পাঞ্চেন লামা থেকে পুনর্নির্দেশিত)
প্রথম পাঞ্চেন লামা ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং

ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং (তিব্বতি: མྷས་གྲུབ་དགེལེགས་དཔལ་བཟང་ওয়াইলি: mkhas-grub dge legs dpal bzang) (১৩৮৫-১৪৩৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তৃতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন। তার মৃত্যুর পর পরবর্তীকালে পঞ্চম দলাই লামা তাকে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম পাঞ্চেন লামা রূপে চিহ্নিত করেন।

জন্ম[সম্পাদনা]

ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং ১৩৮৫ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্ত্সাং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কুন-দ্গা'-ব্ক্রা-শিস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: kun dga' bkra shis dpal bzang) এবং মাতার নাম ছিল বু-'দ্রেন-র্গ্যাল-মো (ওয়াইলি: bu 'dren rgyal mo)।[১]

শিক্ষা[সম্পাদনা]

তিনি সাত বছর বয়সে ম্খেন-ছেন-সেং-গে-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: mkhen chen seng ge rgyal mtshan) নামক এক বৌদ্ধভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ষোল বছর বয়সে তিনি ঙ্গাম-রিং ছোস-সদে নামক স্থানের সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের বৌদ্ধবিহারে 'জিগ্স-ব্রাল-ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: 'jigs bral phyogs las rnam rgyal) নামক বৌদ্ধভিক্ষুর নিকট দর্শন ও তর্কবিদ্যা সম্বন্ধে শিক্ষালাভ করেন। একুশ বছর বয়সে তিনি রেদ-ম্দা'-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস নামক বৌদ্ধপন্ডিতের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন ও তার নিকট অভিধর্ম, বিনয়, ধর্মকীর্তি রচিত প্রমাণবার্তিক এবং নাগার্জুনের মধ্যমক সংক্রান্ত গ্রন্থগুলি সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৪০৭ খ্রিষ্টাব্দে তিনি দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার নিকট তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। [১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

শিক্ষা সমাপ্ত করে ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং গ্ত্সাং অঞ্চলের ল্ছাং-রা বৌদ্ধবিহারের (ওয়াইলি: lcang ra) প্রধানের পদগ্রহণ করেন। তিনি রি-বো-'দ্বাংস-ছেন (ওয়াইলি: ri bo 'dangs chen) এবং চৌত্রিশ বছর বয়সে র্গ্যাল-র্ত্সে অঞ্চলের শাসক রাব-ব্র্তান-কুন-ব্জাং-'ফাগ্সের (ওয়াইলি: rab brtan kun bzang 'phags) পৃষ্ঠপোষকতায় দ্পাল-'খোর-ছোস-স্দে (ওয়াইলি: ri bo 'dangs chen) নামক বৌদ্ধবিহার স্থাপন করেন। ১৪৩১ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দ্বিতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেনের নির্দেশে তিনি ঐ বৌদ্ধবিহারের তৃতীয় প্রধানের দায়িত্বগ্রহণ করেন। [১] তিনি মহামুদ্রাকালচক্র তন্ত্রের ওপর গ্রন্থ রচনা করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Adams, Miranda (আগস্ট ২০০৭)। "Khedrubje Gelek Pelzang"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৮ 
  2. Tenzin Gyatso, the Fourteenth Dalai Lama. (1999) Kālachakra Tantra Rite of Initiation: For the Stage of Generation. Translated by Jeffrey Hopkins. Enlarged edition, pp. 139-144. Wisdom Publications, Boston. আইএসবিএন ০-৮৬১৭১-১৫১-৩.
  3. Gyatso, Tenzin। "The Gelug-Kagyu Tradition of Mahamudra"। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৩  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

পূর্বসূরী
-
ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং
প্রথম পাঞ্চেন লামা
উত্তরসূরী
ব্সোদ-নাম্স-ফ্যোগ্স-গ্লাং
পূর্বসূরী
র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন
ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং
তৃতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
লো-ছেন-লেগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান