বিষয়বস্তুতে চলুন

প্রতিসংক্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলান্দের সংসদ

প্রতিসংক্রম হলো একটি সার্বভৌম রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কর্তৃক আঞ্চলিক বা স্থানীয় স্তরের মতো উপ-জাতীয় স্তরে শাসন পরিচালনার জন্য ক্ষমতার সংবিধিবদ্ধ অর্পণ।[] এটি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি রূপ। প্রতিসংক্রান্ত অঞ্চলগুলিকে উচ্চ স্তরের স্বায়ত্তশাসন প্রদান করা হয়, যাতে তাদের কাছে ঐসব অঞ্চলের প্রাসঙ্গিক আইন প্রণয়নের ক্ষমতা থাকে।[]

প্রতিসংক্রম যুক্তরাষ্ট্রবাদ থেকে স্বতন্ত্র একটি ধারণা, কারণ প্রতিসংক্রান্ত উপ-জাতীয় কর্তৃপক্ষের ক্ষমতা অস্থায়ী ও প্রত্যাবর্তী হতে পারে, যা শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছেই থাকে। সুতরাং, রাষ্ট্রটি আইনত এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে বিদ্যমান থাকে।[] প্রতিসংক্রান্ত সংসদ বা মন্ত্রণাসভা তৈরির আইন কেন্দ্রীয় সরকার যেকোনও আইনের মতোই বাতিল বা সংশোধন করতে পারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানে উপ-একক সরকার নিশ্চিত করা হয়, তাই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে (অর্থাৎ সাংবিধানিক সংশোধন প্রক্রিয়া ছাড়া) উপ-এককগুলির ক্ষমতা প্রত্যাহার করতে পারে না। অতএব, যুক্তরাষ্ট্রবাদের তুলনায় প্রতিসংক্রমের অধীনে উপ-এককগুলির সুরক্ষার মাত্রা কম।[]

প্রতিসংক্রম বাস্তবায়নকারী এককেন্দ্রিক রাষ্ট্রের তালিকা

[সম্পাদনা]
বছর রাষ্ট্র সরকারের ধরন প্রশাসনিক উপবিভাগ
বিষয়ক নিবন্ধ
প্রধান আঞ্চলিক বিভাগসমূহ অন্যান্য আঞ্চলিক বিভাগসমূহ
১৯৯৫  আজারবাইজান রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র আজারবাইজানের প্রশাসনিক বিভাগসমূহ ১০টি স্বায়ত্তশাসিত অঞ্চল, ৬৬টি রায়োন ও ৭৭টি শহর/নগরী স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র: নাখশিভান
২০০৯  বলিভিয়া সাংবিধানিক প্রজাতন্ত্র বলিভিয়ার জেলাসমূহ (ডিপার্টমেন্ট) ৯টি জেলা (ডিপার্টমেন্ট)
১৯৮০  চিলি প্রজাতন্ত্র চিলির প্রশাসনিক অঞ্চলসমূহ ১৫টি প্রশাসনিক অঞ্চল
১৯৪৯  গণচীন সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চীনের প্রশাসনিক বিভাগসমূহ ২২টি প্রদেশ (তাইওয়ানকে চীন ২৩তম প্রদেশ হিসেবে দাবি করে), ৫ স্বায়ত্তশাসিত অঞ্চল ও ৪ পৌরসভা ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল:
১৯৯১  কলম্বিয়া প্রজাতন্ত্র কলম্বিয়ার জেলাসমূহ ৩২ জেলা (ডিপার্টমেন্ট) ১টি রাজধানী জেলা, বোগোতা, জেলার সমান স্বায়ত্বশাসন ও প্রাধিকারবিশিষ্ট
১৯৯২  চেক প্রজাতন্ত্র প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্রের প্রশাসনিক অঞ্চলসমূহ ১৩টি প্রশাসনিক অঞ্চল (kraje) ১ রাজধানী জেলা, প্রাগ, চেক প্রশাসনিক অঞ্চলের সমান স্বায়ত্তশাসন ও প্রাধিকারবিশিষ্ট
১৮৪৯  ডেনমার্ক সাংবিধানিক রাজতন্ত্র ডেনমার্কের প্রশাসনিক অঞ্চলসমূহ ৫টি প্রশাসনিক অঞ্চল ও ৯৮টি কম্যুন ২টি স্বায়ত্তশাসিত অঞ্চল:
১৯১৯  ফিনল্যান্ড প্রজাতন্ত্র ফিনল্যান্ডের প্রশাসনিক অঞ্চলসমূহ ১৯টি প্রশাসনিক অঞ্চল অলান্দ
১৯৮২  ফ্রান্স প্রজাতন্ত্র ফ্রান্সের প্রশাসনিক অঞ্চলসমূহ ১৮টি প্রশাসনিক অঞ্চল
১৯৯১  জর্জিয়া প্রজাতন্ত্র জর্জিয়ার প্রশাসনিক বিভাগসমূহ ৯টি প্রশাসনিক অঞ্চল (একটি কার্যত স্বাধীনতা ঘোষণা করেছে: আবখাজিয়া (১৯৯৯)), ১টি নগরী, ও ২টি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র (যাদের একটি কার্যত স্বাধীনতা ঘোষণা করেছে: দক্ষিণ অসেটিয়া (২০০৬)) ২টি প্রশাসনিক অঞ্চল
১৯৭৫  গ্রিস প্রজাতন্ত্র গ্রিসের প্রশাসনিক বিভাগসমূহ ১৩টি প্রশাসনিক অঞ্চল আথোস পর্বত
১৯৫০  ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র ইন্দোনেশিয়ার প্রদেশসমূহ ৩৮ প্রদেশ, যাদের ৯টির বিশেষ মর্যাদা আছে বিশেষ মর্যাদাবিশিষ্ট প্রদেশসমূহ:
১৯৪৬  ইতালি প্রজাতন্ত্র ইতালির প্রশাসনিক অঞ্চলসমূহ ২০টি প্রশাসনিক অঞ্চল, যাদের ৫টির বিশেষ মাত্রার স্বায়ত্বশাসন আছে ২টি স্বায়ত্তশাসিত প্রদেশ
১৯৪৭  জাপান সাংবিধানিক রাজতন্ত্র জাপানের জেলাসমূহ ৪৭টি জেলা (প্রিফেকচার)
১৯৬৪  কেনিয়া রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র কেনিয়ার কাউন্টসমূহ ৪৭টি কাউন্টি (৪৭টি জেলাভিত্তিক), ৪৭টি নির্বাচিত গভর্নর, ২০১০-এর সংবিধানে স্বীকৃত[][]
১৯৯১  মলদোভা প্রজাতন্ত্র মলদোভার প্রশাসনিক বিভাগসমূহ ৩২টি জেলা ও ৩টি পৌরসভা ২টি প্রদেশ:
১৯১৮  মোনাকো সাংবিধানিক রাজতন্ত্র মোনাকো পৌরসভা ১টি পৌরসভা
১৯৮৯  মিয়ানমার সাংবিধানিক প্রজাতন্ত্র মিয়ানমারের প্রশাসনিক বিভাগসমূহ ৭টি রাজ্য ও ৭টি বিভাগ কার্যত স্বায়ত্তশাসিত রাজ্য: ওয়া রাজ্য
১৯৫৪  নেদারল্যান্ডস সাংবিধানিক রাজতন্ত্র নেদারল্যান্ডসের প্রদেশসমূহ ১২টি প্রদেশ ও ৩টি ক্যারিবীয় সরকারি সংস্থা গৌণ গাঠনিক দেশসমূহ
১৯৮৬  নিউজিল্যান্ড কমনওয়েলথ জগৎ নিউজিল্যান্ডের প্রশাসনিক অঞ্চলসমূহ ১৬টি প্রশাসনিক অঞ্চল ২টি মুক্তভাবে সংযুক্ত অঞ্চল:

২টি নির্ভরশীল অঞ্চল:

১৯৮৬  নিকারাগুয়া প্রজাতন্ত্র নিকারাগুয়ার জেলাসমূহ (ডিপার্টমেন্ট) ১৫ জেলা (ডিপার্টমেন্ট) ২টি স্বায়ত্তশাসিত অঞ্চল:
১৯৭৫  পাপুয়া নিউ গিনি কমনওয়েলথ জগৎ পাপুয়া নিউ গিনির প্রদেশসমূহ ২০টি প্রদেশ ১টি রাজধানী অঞ্চল:

১টি স্বায়ত্তশাসিত অঞ্চল:

১৯৯৩  পেরু প্রজাতন্ত্র পেরুর প্রশাসনিক অঞ্চলসমূহ ২৫টি প্রশাসনিক অঞ্চল ১টি প্রদেশ (১ম বর্গ):
১৯৮৭  ফিলিপাইন প্রজাতন্ত্র ফিলিপাইনের প্রশাসনিক বিভাগসমূহ ১৭টি প্রশাসনিক অঞ্চল (BARMM-সহ), ৮২টি প্রদেশ, ১৪৪টি শহর/নগরী, ১,৪৯১টি পৌরসভা ও ৪২,০২৮টি বারাংগে মুসলিম মিন্দানাওয়ের বাংসামারো অঞ্চল
১৯৭৬  পর্তুগাল প্রজাতন্ত্র পর্তুগালের প্রশাসনিক বিভাগসমূহ ৩০৮টি পৌরসভা ২টি স্বায়ত্তশাসিত অঞ্চল:
২০০৬  সার্বিয়া প্রজাতন্ত্র সার্বিয়ার প্রশাসনিক বিভাগসমূহ ১৩৮টি পৌরসভা ও ২৩টি শহর/নগরী
১৯৭৮  সলোমন দ্বীপপুঞ্জ কমনওয়েলথ জগৎ সলোমন দ্বীপপুঞ্জের প্রদেশসমূহ ৯টি প্রদেশ ১টি রাজধানী অঞ্চল:
১৯৯৬  দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার প্রদেশসমূহ ৯টি প্রদেশ
১৯৪৮  দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক বিভাগসমূহ ৮টি প্রদেশ ও ৬টি শহর/নগরী একটি বিশেষ নগরী, একটি বিশেষ স্বশাসিত নগরী ও একটি বিশেষ স্বশাসিত প্রদেশ
১৯৭৮  স্পেন সাংবিধানিক রাজতন্ত্র স্পেনের স্বায়ত্তশাসিত সম্প্রদায়সমূহ
(স্পেনের জাতীয়তা ও প্রশাসনিক অঞ্চলসমূহ)
১৭টি স্বায়ত্তশাসিত সম্প্রদায়, যাদের ২টির বিশেষ কর উত্তোলন বিষয়ক স্বায়ত্তশাসন ২টি স্বায়ত্তশাসিত শহর/নগরী:
১৯৮৭  শ্রীলঙ্কা প্রজাতন্ত্র শ্রীলঙ্কার প্রদেশসমূহ ৯টি প্রদেশ
১৯৯২[]  সুইডেন সাংবিধানিক রাজতন্ত্র সুইডেনের প্রশাসনিক অঞ্চলসমূহ, সুইডেনের পৌরসভাসমূহ ২১টি প্রশাসনিক অঞ্চল ও ২৯০টি পৌরসভা[][]
১৯৫০  তাইওয়ান প্রজাতন্ত্র তাইওয়ানের প্রশাসনিক বিভাগসমূহ ২২টি উপবিভাগ
১৯৯২  তাজিকিস্তান প্রজাতন্ত্র তাজিকিস্তানের প্রদেশসমূহ ২টি প্রদেশ, ১টি স্বায়ত্তশাসিত প্রদেশ (গোর্নো-বাদাখশান) ও একটি সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল (প্রজাতন্ত্রের অধীন জেলাসমূহ) ১টি স্বায়ত্তশাসিত নগরী
১৯৭৭  তানজানিয়া প্রজাতন্ত্র তানজানিয়ার প্রশাসনিক অঞ্চলসমূহ ৩০টি প্রশাসনিক অঞ্চল জাঞ্জিবার
১৯৭৬  ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্র প্রশাসনিক অঞ্চল ও পৌরসভা ৯টি প্রশাসনিক অঞ্চল ও ৫টি পৌরসভা টোবাগো
১৯৯৬  ইউক্রেন প্রজাতন্ত্র ইউক্রেনের প্রশাসনিক বিভাগসমূহ ২৪টি ওবলাস্ত (প্রদেশ) ও একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়া
১৯৯৮[১০]
১৯৯৯[১১]
 যুক্তরাজ্য কমনওয়েলথ জগৎ যুক্তরাজ্যের দেশসমূহ
(স্বদেশী জাতিসমূহ)
৪টি গাঠনিক দেশ, যাদের ৩টির প্রতিসংক্রান্ত সরকার আছে সামুদ্রিক অঞ্চলসমূহ, রাজ-অধীনস্থ অঞ্চলসমূহ
১৯৯১  উজবেকিস্তান প্রজাতন্ত্র উজবেকিস্তানের প্রদেশসমূহ ৯টি প্রদেশ ও একটি স্বাধীন নগরী কার্কালপাকস্তান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "What is devolution?"BBC Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২২ 
  2. "Devolution: A beginner's guide" (ইংরেজি ভাষায়)। ২০১০-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২২ 
  3. "Devolution: what is it and what powers would cities get?"Channel 4 News (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২২ 
  4. "Devolution, federalism and a new constitution for the UK"Public Law for Everyone (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২২ 
  5. Constitutions of Kenya Error in ওয়েব আর্কাইভ template: তারিখসময় একটি সংখ্যা নয়. website.
  6. "Kenya's Devolution"World Bank Group। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬ 
  7. "Kommunallag (১৯৯১:৯০০)" [Municipal Law (১৯৯১:৯০০)]। Ministry of Finance (Sweden) (সুইডিশ ভাষায়)। Government of Sweden। ১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২  অজানা প্যারামিটার |orig-date= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  8. Kullander, Björn (৯ জুন ২০২১)। "Regioner, lista" [প্রশাসনিক অঞ্চল, list] (সুইডিশ ভাষায়)। Swedish Association of Local Authorities ও প্রশাসনিক অঞ্চল। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২ 
  9. "পৌরসভা in alphabetical order ২০২২-০১-০১" (পিডিএফ)Statistics Sweden। ১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২ 
  10. Northern Ireland.
  11. Scotland and Wales.

বহিঃসংযোগ

[সম্পাদনা]