প্রতিপ্রভ বাতি


প্রতিপ্রভ বাতি বলতে একটি নিম্নচাপে রক্ষিত পারদ-বাষ্পভিত্তিক বৈদ্যুতিক গ্যাস ক্ষরণ বাতিকে বোঝায়, যা প্রতিপ্রভা ধর্মকে কাজে লাগিয়ে দৃশ্যমান আলো উৎপাদন করে। গ্যাসের ভিতরে তড়িৎ প্রবাহ পারদ বাষ্পকে উত্তেজিত করে অতিবেগুনি রশ্মি উৎপাদন করে, যা বাতির দেয়ালের ফসফর প্রলেপের উপর পতিত হলে সেটি উজ্জ্বল আলো বিকিরণ করে। প্রতিপ্রভ বাতি ভাস্বর বাতির তুলনায় অনেক দক্ষভাবে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। তবে এগুলি আলোকনিঃসারী দ্বিদ্বার (লাইট এমিটিং ডায়োড) তথা এলইডি বাতি অপেক্ষা কম দক্ষ। সাধারণ প্রতিপ্রভ বাতিগুলির দীপন ক্ষমতা প্রতি ওয়াটে ৫০ থেকে ১০০ লুমেন হয়ে থাকে, যা ভাস্বর বাতির দীপন ক্ষমতার (সাধারণত প্রতি ওয়াটে প্রায় ১৬ লুমেন) অনেক গুণ বেশি।
প্রতিপ্রভ বাতির দেয়ালে আবদ্ধকারক (ফিক্সচার) ভাস্বর বাতি অপেক্ষা বেশি ব্যয়বহুল হয়ে থাকে। এর একটি কারণ হল এই ধরনের বাতিতে একটি সুস্থিতকারক (ব্যালাস্ট) আবশ্যক হয়, যার দ্বারা বাতির ভেতরে তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেটিকে সুস্থিতিশীল করা যায়। তবে বাতি চালানোর ব্যয় কম বলে এই প্রাথমিক ব্যয় পরে পুষিয়ে নেয়া যায়। ভাস্বর বাতির মতো একই আকারের ক্ষুদ্র প্রতিপ্রভ বাতিগুলিকে বাসগৃহে ভাস্বর বাতির বিদ্যুৎ সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া প্রতিপ্রভ বাতিগুলিকে সর্বজনীন বর্জ্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরিবেশ সুরক্ষা সংস্থার সুপারিশমতে বাতিল প্রতিপ্রভ বাতিগুলিকে সাধারণ বর্জ্য থেকে পৃথক করে হয় পুনঃচক্রায়ন করতে হবে বা নিরাপদে অপসারণ করতে হবে। দেশটির কিছু কিছু আইনি এখতিয়ারভুক্ত এলাকাতে এগুলির পুনঃচক্রায়ন বাধ্যতামূলক।[১] প্রতিপ্রভ বাতিকে ইংরেজিতে ফ্লুরেসেন্ট ল্যাম্প (fluorescent lamp) বলে। এর লম্বা একনলা সংস্করণগুলিকে টিউব লাইট (tube light) বলে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]

- T5 Fluorescent Systems - Lighting Research Center Research about the improved T5 relative to the previous T8 standard
- NASA: The Fluorescent Lamp: A plasma you can use
- Video How Fluorescent Tubes are Manufactured
- Museum of Electric Lamp Technology
- R. N. Thayer (১৯৯১-১০-২৫)। "The Fluorescent Lamp: Early U. S. Development"। The Report courtesy of General Electric Company। ২০০৭-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৮।