প্রজেক্ট জুপিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রজেক্ট জুপিটার
সংক্ষেপেজুপিটার (Jupyter)
গঠিতফেব্রুয়ারি ২০১৫; ৯ বছর আগে (2015-02)
ধরনঅলাভজনক প্রতিষ্ঠান
উদ্দেশ্যডাটা সায়েন্স (তথ্য বিজ্ঞান) এবং বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে কম্পিউটিং এর জন্য সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সহায়তা প্রদান[১]
যে অঞ্চলে কাজ করে
বিশ্বব্যাপী
দাপ্তরিক ভাষা
ইংরেজি
ওয়েবসাইটjupyter.org

প্রজেক্ট জুপিটার (/ˈpɪtər/ (শুনুন)) মূলত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা যায়, সেই উদ্দেশ্যে উদ্ভাবিত প্লাটফর্ম। এই প্লাটফর্মটি উন্মুক্ত বা ওপেন সোর্স। ডাটা সায়েন্স (ব্যাবহারিক পরিসংখ্যান), ডাটা ইঞ্জিনিয়ারিং (তথ্য প্রকৌশল), মেশিন লার্নিং (যন্ত্র শিক্ষন), এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা এ,আই সংক্রান্তিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। [২]

সফটওয়্যার প্রকৌশলী ফার্নেন্দো প্যেরেজ এবং ব্রায়েন গ্রেঞ্জার, পাইথন ব্যাবহার সহজ করে তোলার জন্য ২০১৪ এর উদ্ভাবন করেন।[৩][৪]

প্রোজেক্ট জুপিটার নামটি কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অদ্যাক্ষরের সমন্বয়ে গঠিত; জুলিয়া (প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) এর জু, পাইথন (প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) থেকে পি, এবং আর (R) (প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ) থেকে আর মিলিয়ে, জুপিটার নামটি এসেছে। তার সাথে, গ্যালেলিও গ্যালেলির জুপিটারের চাঁদ আবিষ্কারের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের বিষয়টিও রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Us"। Project Jupyter। ২০১৮-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৩ 
  2. "Project Jupyter"www.jupyter.org। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩ 
  3. "বার্কলি ইন্সটিটিউট অফ ডাটা সায়েন্স" 
  4. "উপস্থাপনকারী: ব্রায়েন গ্রেঞ্জার: জুপিটার নোটবুক সম্মেলন ও প্রশিক্ষন: জুপিটার-কন" 

বহিঃসংযোগ[সম্পাদনা]