প্রকাশ শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রকাশ শাহ একজন ভারতীয় কূটনীতিক। তিনি ফেব্রুয়ারি ১৯৯৫ থেকে জুলাই ১৯৯৭ পর্যন্ত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন। আগস্ট ১৯৯৮ সালে, ইরাকের অস্ত্র সংঘাতের সময় তাকে কফি আনান বাগদাদে বিশেষ দূত হিসেবে নিযুক্ত করেছিলেন। [১] [২] ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত, তিনি ভারতের প্রধানমন্ত্রী;মোরারজি দেসাই, চরণ সিং এবং ইন্দিরা গান্ধীর যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "U.N. keeps sanctions on Iraq"CNN। ২০ আগস্ট ১৯৯৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  2. "World: Middle East 'Low-key' crisis in Iraq"BBC। ১৩ আগস্ট ১৯৯৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  3. "Ambassador Prakash Shah"Indo-American Art Council। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯