প্যাকম্যান (প্যাকেজ ম্যানেজার)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
প্যাকম্যান, (ইংরেজি: pacman), প্যাকেজ ম্যানেজারের সংক্ষিপ্ত রূপ,জুড ভিনেত কর্তৃক ডেভেলপকৃত আর্চ লিনাক্সের প্যাকেজ ম্যানেজার। এটার মূল উদ্দেশ্য আর্চকে তাদের ডিপেন্ডেন্সি ট্র্যাক করতে নিজস্ব প্যাকেজ ম্যানেজার প্রদান করা।[১] এটা সি প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছে।[২]
প্যাকম্যান প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে সমস্ত প্যাকেজগুলোর ব্যবস্থাপনা করা হয়। প্যাকম্যান প্যাকেজ ইন্সটলেশন, আপগ্রেড, সরানো ও ডাউনগ্রেড নিয়ন্ত্রণ করে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Eugenia Loli (২১ মার্চ ২০০৫)। "Arch Linux: Why It Rocks"। ওএসনিউজ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭।
- ↑ "প্যাকম্যান"। আর্চউইকি। ৬ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭।