বিষয়বস্তুতে চলুন

পোডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একজন অর্কেস্ট্রা কন্ডাক্টর পোডিয়ামে দাঁড়িয়ে সংগীতশিল্পীদের নেতৃত্ব দেন

পোডিয়াম (পোডিয়ামস বা পোডিয়া) হলো এমন এক ধরনের মঞ্চ যা কোনো বস্তু বা ব্যক্তিকে আশপাশের পরিবেশের তুলনায় সামান্য উঁচুতে তুলে ধরে। স্থাপত্যে অনেক সময় ভবন একটি বড় পোডিয়ামের ওপর নির্মিত হয়।[]

পোডিয়াম সাধারণত মানুষকে উঁচু করে তোলার জন্যও ব্যবহৃত হয়—যেমন কোনো অর্কেস্ট্রার কন্ডাক্টর বা বক্তা প্রায়ই পোডিয়ামে দাঁড়িয়ে থাকেন। উত্তর আমেরিকান ইংরেজিতে ‘‘পোডিয়াম’’ শব্দটি ক্রমশ ‘‘লেকটার্ন’’ অর্থেও ব্যবহৃত হচ্ছে।[][][][]

শব্দের উৎপত্তি

[সম্পাদনা]

পোডিয়াম শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে, যা প্রাচীন গ্রিক πόδιον (podion) থেকে উদ্ভূত, যার মূল πούς (pous, অর্থাৎ “পা”)।

আধুনিক অলিম্পিকে ব্যবহার

[সম্পাদনা]
২০১০ শীতকালীন অলিম্পিকে মেয়েদের একক স্কেটিং পদকজয়ীরা: মাও আসাদা (বামে, রৌপ্য), ইউনা কিম (মাঝে, স্বর্ণ), জোয়ান্নি রোশেট (ডানে, কংস্য)

পোডিয়াম প্রথম ব্যবহার হয় ১৯৩০ সালের ব্রিটিশ সাম্রাজ্য গেমসে। এরপর ১৯৩২ সালের শীতকালীনগ্রীষ্মকালীন অলিম্পিকে এটি জনপ্রিয়তা পায়।[][]

“Podiuming” শব্দটি এখন অনেকেই ব্যবহার করেন প্রথম তিনে জায়গা পাওয়ার অর্থে, যদিও এটি নিয়ে ভাষাতাত্ত্বিক বিতর্ক রয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে ২০১০ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে।[]

খেলাধুলায় পোডিয়ামের ব্যবহার

[সম্পাদনা]

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সেরা তিন প্রতিযোগীকে সম্মান জানাতে পোডিয়াম ব্যবহার করা হয়। আধুনিক অলিম্পিকে তিন ধাপবিশিষ্ট পোডিয়াম থাকে—মাঝখানে সবচেয়ে উঁচু ধাপে স্বর্ণপদকজয়ী, ডান পাশে কিছুটা নিচু ধাপে রৌপ্যপদকজয়ী এবং বাম পাশে কংস্যপদকজয়ী থাকেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে রৌপ্য ও কংস্য পদকের স্তর একই উচ্চতার ছিল।

অনেক খেলাধুলায় প্রথম তিনে থাকার ঘটনাকে ‘‘পোডিয়াম ফিনিশ’’ বলা হয়। কিছু খেলায় এটি আনুষ্ঠানিক পরিসংখ্যান হিসেবেও ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে ‘‘to podium’’ শব্দটি একটি ক্রিয়া হিসেবেও ব্যবহৃত হয়, যার মানে হলো পোডিয়ামে উঠে আসা।[]

মোটরস্পোর্টে পোডিয়াম

[সম্পাদনা]

অনেক মোটর রেসে বিজয়ী তিনজন চালক পোডিয়ামে উঠে ট্রফি গ্রহণ করেন। মাঝে বিজয়ী, ডান পাশে দ্বিতীয় এবং বামে তৃতীয় স্থানাধিকারী থাকেন। কোনো কোনো রেসে বিজয়ী দলের একজন প্রতিনিধি আলাদা ধাপে দাঁড়ান।[]

২০১৫ সালের লে মানস প্রতিযোগিতায় বিজয়ীদের পোডিয়াম

অনুষ্ঠানে বাজানো হয় বিজয়ীদের জাতীয় সংগীত এবং উত্তোলন করা হয় তাদের দেশের পতাকা। অনেক সময় চালকদের শ্যাম্পেন ছিটিয়ে উদযাপন করতে দেখা যায়, যা ১৯৬৭ সালের লে মানস রেসে ড্যান গার্নের মাধ্যমে শুরু হয়।[১০] তবে কোনো দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘটলে এই রীতি পালন করা হয় না। অ্যালকোহল নিষিদ্ধ দেশগুলোতে শ্যাম্পেনের পরিবর্তে গোলাপজল বা অন্য পানীয় ব্যবহার করা হয়।[][১১]

যুক্তরাষ্ট্রের ন্যাসকার কাপ সিরিজ-এ পোডিয়ামের পরিবর্তে ভিক্টরি লেন-এ বিজয় উদযাপন করা হয়। ইন্ডিকার সিরিজ ইন্ডিয়ানাপলিস ৫০০ বা টেক্সাস মোটর স্পিডওয়ে-তে পোডিয়াম ব্যবহার না করলেও অন্যান্য রেসে এটি ব্যবহার করা হয়।

স্থাপত্যে পোডিয়াম

[সম্পাদনা]

স্থাপত্যে পোডিয়াম মানে এমন একটি ভিত্তি বা মঞ্চ, যা মাটির সমতলে থাকলেও ভবনটিকে কিছুটা উঁচুতে তুলে ধরে। প্রাচীন আমল থেকে আজ পর্যন্ত বিভিন্ন উচ্চতার পোডিয়াম ব্যবহার হয়ে আসছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "podium: definition of podium in Oxford dictionary (American English) (US)"oxforddictionaries.com। ২১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "podium Meaning in the Cambridge English Dictionary"cambridge.org। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭ 
  3. "Definition of PODIUM"merriam-webster.com। ৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭ 
  4. "podium - definition of podium in English - Oxford Dictionaries"oxforddictionaries.com। ১৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭ 
  5. "xkcd: Podium"xkcd.com। ২৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭ 
  6. Department of Communications and Public Affairs, Western University (২৩ জুলাই ২০১৮)। "Western News - Search"Western News। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. Martin, D. E., Martin, D. A., & Gynn, R. W. (2000). The olympic marathon. Human Kinetics. p. 146.
  8. "Zimmer, Ben" [১], "The New York Times", Feb. 4, 2010
  9. Saward, Joe (১৩ সেপ্টেম্বর ১৯৯৭)। "Podium Ceremonies"GrandPrix.com। Inside F1, Inc.। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৫ 
  10. Franck, Lewis (আগস্ট ১৯৯৬)। "Sometimes It Just Flows"। Inside Sports। ২৪ জুন ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. F1 will have Arab flavour - Roland Hughes, The National, Abu Dhabi, 10 July 2008, ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৩ তারিখে