পোখরান-২
পোখরান-২ অপারেশন শক্তি | |
---|---|
দেশ | ![]() |
পরীক্ষার স্থান | পোখরান |
পর্যায় | মে, ১৯৯৮ |
পরীক্ষার সংখ্যা | ৫ |
পরীক্ষার ধরন | ভূগর্ভস্থ পরীক্ষা |
ডিভাইস ধরন | ফিসন/ফিউসন |
Max. Yield | ৫৮ কিলোটন |
Navigation | |
পূর্ববর্তী পরীক্ষা | পোখরান-১ |
পরবর্তী পরীক্ষা | নেই |
পোখরান-২ বলতে ভারতের পোখরানে ১৯৯৮ সালের ১১ মে তিনটি ও ১৩ মে দুইটিসহ মোট পাঁচটি পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণকে বোঝায়। এই পরীক্ষা করা হয়েছিল যখন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র সরকার ছিল ও প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। এর আগে মে ১৮, ১৯৭৪ সালে পোখরানে ভারতের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষা বিস্ফোরণকে স্মাইলিং বুদ্ধ নামে অবহিত করা হয়। সেই পারমাণবিক পরীক্ষাটি ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদসবৃন্দের বাইরে একটি জাতির দ্বারা এবং বিদেশী সাহায্য অথবা সহায়তা ব্যতীত প্রথম পারমাণবিক পরীক্ষা।