পেপটাইড বন্ধন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেপটাইড বন্ধন গঠন

একটি আলফা অ্যামিনো অ্যাসিডের কারবক্সি গ্রুপের সাথে আরেকটি আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের ঘনীভবন বিক্রিয়ায় যে বিশেষ আমাইড বন্ধন সৃষ্টি হয় তা-ই পেপটাইড বন্ধন। প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনেই আবদ্ধ থাকে।[১]

রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে।

রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধন বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides. Recommendations 1983"। European Journal of Biochemistry138 (1): 9–37। ১৯৮৪। আইএসএসএন 0014-2956ডিওআই:10.1111/j.1432-1033.1984.tb07877.xঅবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 6692818