পেডিংটন (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেডিংটন
পেডিংটন চলচ্চিত্রের পোস্টার.jpeg
পেডিংটন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপল কিং
প্রযোজকডেবিড হেয়মেন
শ্রেষ্ঠাংশে
  • হিউজ বনভিলে
  • সালি হোকিন্স
  • জোলি ওয়াল্টাল
  • নিকোলে কিডম্যান
  • বেন ওয়িসো
সুরকারনিক উরতা
পরিবেশকস্টুডিও ক্যানেল
মুক্তি
  •  ()
দৈর্ঘ্য95 minutes[১]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়€৪০ মিলিয়ন($৫০-৫৫মিলিয়ন)
আয়$৩০০ মিলিয়ন[২]

পেডিংটন হচ্ছে ২০১৪ সালের ব্রিটিশ কমেডি ছবি, যা পরিচালনা করেছেন পল কিং, এবং প্রযোজক হচ্ছেন ডেভিড হেয়ম্যান. ছবিটি মাইকেল বন্ড এর লিখা পেডিংটন বিয়ার নামক গল্প থেকে তৈরি। যা সরাসরি একশন ও কম্পিউটার এনিমেশন দিয়ে তৈরি, ছবিতে বেন ওয়িসো পেডিংটন এর কণ্ঠ দিয়েছেন এছাড়া হিউজ বনভিলে,সালি হোকিন্স ,জোলি ওয়াল্টাল, নিকোলে কিডম্যান সরাসরি অভিনয় করেছেন। এটি যুক্তরাজ্যে ২৮শে নভেম্বর ২০১৪ এ মুক্তি পায় এবং ভাল ক্রিটিকদের কাছ থেকে বেশ ভাল রিভিউ পেয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Paddington (PG)"British Board of Film Classification। ১৭ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪ 
  2. "Paddington (2015)"Box Office Mojo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৫