পূর্ব পশ্চিম গ্যাস পাইপলাইন (ভারত)
পূর্ব-পশ্চিম গ্যাস পাইপলাইন (ভারত) | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
অঙ্গরাজ্য | অন্ধ্রপ্রদেশ, গুজরাত |
সাধারণ দিক নির্দেশ | পূর্ব থেকে পশ্চিম |
হইতে | কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশ |
অতিক্রম করে | তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র |
পর্যন্ত | বারুচ, গুজরাত |
পাশাপাশি সঞ্চালিত | ১৮ টি জাতীয় সড়ক, ৬৬ টি রাজ্য সড়ক, ৭০৮ টি রোড, ১৭ টি রেল লাইন,৩৭২ টি নদী ও খাল |
সাধারণ তথ্য | |
ধরন | গ্যাস পাইপলাইন |
মালিক | রিলায়েন্স গ্যাস পরিবহন পরিকাঠামো সংস্থা |
অংশীদার | গল্ফ ওয়েল |
ঠিকাদার | পুনজ লোয়েড, স্ট্রয়ট্রেনসগজ[১] |
নির্মাণ শুরু | ২০০৬ |
অনুমোদন | ২০০৮[২] |
কারিগরী তথ্য | |
দৈর্ঘ্য | ১,৩৮৬ কিলোমিটার (৮৬১ মাইল) |
ব্যাসার্ধ | ১,২১৯.২ মিলিমিটার (৪৮ ইঞ্চি) |
পূর্ব-পশ্চিম গ্যাস পাইপলাইন ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে শুরু করে গুজরাত এর বারুচ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য ১৩৮৬ কিলোমিটার। এই পাইপলাইন মোট পাঁচটি রাজ্যের মধ্যেদিয়ে গেছে। সেগুলি যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাত। ই.ডব্লিউ.পি.এল একটি সাধারণ বাহক পাইপলাইন হিসেবে অনুমোদিত হয়েছে।[৩]
পূর্ব পশ্চিম গ্যাস পাইপলাইন বা ইস্ট ওয়েস্ট গ্যাস পাইপলাইনে গুজরাতে আরআইল-এর বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে এবং পাইপলাইনটি থেকে শাখা পাইপলাইন সংযোগের মাধ্যমে অনেক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে। পাইপলাইন ব্যবস্থাটি একাধিক সংকোচনকারী স্টেশন, শাখা পাইপলাইনের দ্বারা লেনদেন এবং একটি উন্নত নিয়ন্ত্রণ ও যোগাযোগ নেটওয়ার্কগুলিতে অসংখ্য পরিমাপ সুবিধা প্রদান করে। প্রকল্পটি ভারতের প্রথম ও বৃহত্তম বেসরকারী মালিকানায় তৈরি পাইপলাইন এবং ভারতের বর্ধমান প্রাকৃতিক গ্যাস গ্রিডের মূল কেন্দ্র।
গ্যাস উৎস
[সম্পাদনা]এই পাইপলাইন মাধ্যমে কে.জি-ডি৬ (কৃষ্ণা কাবেরী ব্যাসিন ৬) থেকে গ্যাস গুজরাতের বারুচে আনা হয়। কৃষ্ণা ও কাবেরী অববাহিকায় ও সমুদ্র উপকূলে এই গ্যাস খনি গুলি রয়েছে।
নির্মাণ
[সম্পাদনা]কাকিনাডা থেকে বারুচ পর্যন্ত গ্যাস পাইপলাইপ নির্মাণ শুরু হয় ২০০৬ সালে। এই পাইপলাইন এর নির্মাণের আর্থ যোগায় রিলায়েন্স গ্যাস পরিবহন পরিকাঠামো সংস্থা। ২০০৮ সালে এই পাইপলাইনের নির্মাণ শেষ হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "East-West gas pipeline - Stroytransgaz"। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৬।
- ↑ "Gulf - East-West Gas Pipeline Project"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৬।
- ↑ "::Welcome To RGTIL website::"। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৬।
ভারত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |