পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া
অবয়ব
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
নীতিবাক্য | "প্রাণে প্রাণে জ্ঞানের প্রদীপ জ্বালো" |
প্রতিষ্ঠাকাল | স্কুল শাখা-১৯৮৩ খ্রি. ,, কলেজ শাখা-১৯৯৯খ্রি. |
ইআইআইএন | ১১৯২৫৮ |
সভাপতি | জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম,পিপিএম, পুলিশ সুপার,বগুড়া |
অধ্যক্ষ | জনাব মো. শাহাদৎ আলম ঝুনু |
শ্রেণি | ০-১২ |
শিক্ষার্থী সংখ্যা | ৩৫০০ |
শিক্ষায়তন | প্রায় ৫ একর |
ডাকনাম | plsacb |
ওয়েবসাইট | www.plsacbogura.com |
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত জেলা পুলিশ কর্তৃক পরিচালিত স্বনামধন্য বেসরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয়।
বিদ্যালয়টিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রতিবছর অনেক ভাল হয় [১]
সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুলকে উড়িয়ে দিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০১৭-১৮'র শিরোপা জিতে নেয় রাজশাহী বিভাগের সেরা বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।[২]
স্বনামধন্য ব্যাক্তিত্ব: (১) তৌহিদ হৃদয় ( ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১শ' ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৩।
- ↑ "স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ"। The Daily Star Bangla। ২০১৮-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
http://police.bogra.gov.bd/site/page/8e8e980b-1d4c-11e7-8f57-286ed488c766 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুন ২০১৯ তারিখে