বিষয়বস্তুতে চলুন

পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর

স্থানাঙ্ক: ২৫°৪৪′৪৬″ উত্তর ৮৯°১৩′৫৯″ পূর্ব / ২৫.৭৪৬° উত্তর ৮৯.২৩৩° পূর্ব / 25.746; 89.233
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর
পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর এর লোগো
অবস্থান
মানচিত্র
আর কে রোড,রংপুর

,
স্থানাঙ্ক২৫°৪৪′৪৬″ উত্তর ৮৯°১৩′৫৯″ পূর্ব / ২৫.৭৪৬° উত্তর ৮৯.২৩৩° পূর্ব / 25.746; 89.233
তথ্য
নীতিবাক্যশৃঙ্খলা, নিরাপত্তা, অগ্রগতি
প্রতিষ্ঠাকাল১৯৭২; ৫৩ বছর আগে (1972)
কম্যান্ডাটবসু দেব বসু, ডিআইজি
ভাষাবাংলা,ইংরেজী
আয়তন৩০ একর (১,২০,০০০ বর্গমিটার)
ওয়েবসাইটptcrangpur.police.gov.bd

পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর রংপুরে প্রতিষ্ঠিত একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৭২ সালে সর্ব প্রথম এটি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।এটি রংপুর শহরের সাতগাড়া এলাকায় ২০ একর জায়গার উপর বর্তমান আছে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর 1972 সালে

বাংলাদেশ পুলিশের জোনাল পুলিশ ট্রেনিং স্কুল (জেডপিটিএস) হিসেবে রংপুর পুলিশ লাইনে সূচিত হয়। সময়ের সাথে সাথে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়তে থাকায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের মান উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। তাই, এই ইনস্টিটিউটটিকে অন্য জায়গায় বসানো অপরিহার্য হয়ে উঠেছে। ফলস্বরূপ, 1 জুলাই 1990-এ 20 একর (81,000 m2) জমি অধিগ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ ট্রেনিং স্কুলটি এর মানকে আরও উন্নত করে পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) উন্নীত করা হয়। এখন একজন কমান্ড্যান্ট (পুলিশের ডিআইজি) এই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করেন।

মানচিত্র

উদ্দেশ্য

[সম্পাদনা]
  • সকল প্রশিক্ষণার্থীদের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান এবং টেকসই সেবা বিনির্মাণে অংশগ্রহণ করা।
  • জনবান্ধব পুলিশ সেবা নিশ্চিত করা।
  • টেকসই উন্নয়নে অংশ নিতে।
  • মানসম্মত প্রশিক্ষণের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা।
  • নারী পুলিশ সদস্যদের যত্ন ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা।
  • প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিক বৃদ্ধি নিশ্চিত করা।

কোর্সসমূহ

[সম্পাদনা]
ক্রমিক নং শিক্ষানবিশদের পদবী সময়সীমা
সহকারী উপপুলিশ পরিদর্শক নবায়ন কোর্স ৮ সপ্তাহ
রিক্রুট কন্সটেবল (পুরুষ ও মহিলা) ৬ মাস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নারী কনস্টেবল তৈরির একমাত্র প্রতিষ্ঠান"দৈনিক সমকাল। ২০১৯-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮ 
  2. "রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ৩ পদে চাকরি"জাগোনিউজ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮