পুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুর একটি প্রত্যয় যার অর্থ নগর, আবাস এবং দুর্গ। ভারতের সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদে শব্দটি নগর এবং বাসস্থান অর্থে প্রায় ৩০ বারের কাছাকাছি ব্যবহৃত হয়েছে। [১]ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফগানিস্তান এবং ইরান পর্য্যন্ত বিস্তৃত এলাকায় পুর প্রত্যয়যুক্ত স্থান-নামের ব্যবহার পরিলক্ষিত হয়। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি পুর প্রত্যয়যুক্ত দেশ।

জেলা[সম্পাদনা]

বাংলাদেশে পুর প্রত্যয়যুক্ত ১২টি জেলা আছে।

উপজেলা[সম্পাদনা]

বাংলাদেশে পুর প্রত্যয়যুক্ত ৬৯টি উপজেলা আছে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Tej Ram Sharma (১৯৭৮)। Personal and geographical names in the Gupta inscriptions। Concept Publishing Co., Delhi। পৃষ্ঠা 224-225।