পুন্নাগ
পুন্নাগ Calophyllum inophyllum | |
---|---|
![]() | |
Calophyllum inophyllum flower | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Magnoliophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Malpighiales |
পরিবার: | Clusiaceae |
উপপরিবার: | Kielmeyeroideae |
গোত্র: | Calophylleae |
গণ: | Calophyllum |
প্রজাতি: | C. inophyllum |
দ্বিপদী নাম | |
Calophyllum inophyllum L. |
পুন্নাগ একটি চির সবুজ বৃক্ষ। এটি ৮ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর বৈজ্ঞানিক নাম Calophyllum inophyllum এবং এর অন্যান্য নামের মধ্যে সুন্দরী পাতা, আলেকজান্দ্রিয়ান লরেল, সুলতান চাঁপা উল্লেখযোগ্য।[২]
অন্যান্য নাম[সম্পাদনা]
পুন্নাগকে নানা নামে জানে ও চেনে। যেমন সুলতান চম্পা, উডি, অণ্ডল, তুঙ্গ, উণ্ডী, নমেরু, নাগম, কাঠচাঁপা, পুন্নাগম, পুন্না, সুপর্ণক, পোলাগ, পোলাং, উনভগ, পুমান, বেতফল প্রভৃতি নামে পরিচিত।
বিবরণ[সম্পাদনা]
এই গাছ দেখতে মধ্যাকৃতির ও চিরসবুজ। ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের পাতা দেখতে ডিম্বাকার অনেকটা বটের পাতার মতো। ফুল সুগন্ধযুক্ত। দেখতে সাদা রঙের। নাগেশ্বর উলের মতো। শ্রাবণ মাসে ফুল হয়, ভাদ্র-আশ্বিন মাসে ফল ধরে।
বিস্তৃতি[সম্পাদনা]
দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সমুদ্রোপকূলবর্তী স্থান, বোম্বাই প্রদেশের পূর্ব ও পশ্চিম অংশ, আন্দামান দ্বীপপুঞ্জ, বর্মা, মালয়, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে জন্মে।
উপকারিতা[সম্পাদনা]
গাছার ছাল, পাতা, ফল, বীজ, আঠা নানা রোগ সারাতে ব্যবহার করা হয়। বীজ থেকে তৈরি তেল সন্ধিবাত, চর্মরোগ, দাদ, আমবাত, দুষ্ট ক্ষত, খোস-পাঁচড়া প্রভৃতিতে বাহ্য ব্যবহার করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Barstow, M. (২০১৯)। "Calophyllum inophyllum"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2019: e.T33196A67775081। ডিওআই:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T33196A67775081.en
। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ Calophyllum inophyllum was first described and published in Species Plantarum 1:513. 1753. "Calophyllum inophyllum"। জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক (জিআরআইএন)। কৃষি গবেষণা পরিসেবা (এআরএস), মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।