বিষয়বস্তুতে চলুন

পি. পি চিত্তরঞ্জন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পি. পি চিত্তরঞ্জন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ২০২১ সালের মে থেকে আলাপুজা নির্বাচনী এলাকার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। []

মিঃ চিতারঞ্জন সিপিআইএম-এর অন্তর্গত এবং আলাপুঝা নির্বাচনী এলাকা থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কংগ্রেস ড. কে. এস মনোজকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছিলেন। []

মিঃ চিথরঞ্জন মৎস্যফেডের বোর্ড সদস্য ও চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন [] যা রাজ্যের মৎস্য খাতের শীর্ষ কর্পোরেশন যেখানে উপকূলীয় ক্ষেত্রের শত শত ছোট, আঞ্চলিক সমবায় অধিভুক্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Election Commission of India"results.eci.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 
  2. "News Link" 
  3. "Matsyafed"। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২