পিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিপীলিকা
সাইটের প্রকার
ওয়েব অনুসন্ধান ইঞ্জিন
উপলব্ধবাংলা ও ইংরেজি
মালিকশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিপিআইটি.কম
ওয়েবসাইটhttps://pipilika.com/
বাণিজ্যিকহ্যাঁ
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ১৩ এপ্রিল ২০১৩; ১০ বছর আগে (2013-04-13)
বর্তমান অবস্থানিস্ক্রিয়

পিপীলিকা ছিল বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন[১] এটি বাংলাদেশ থেকে তৈরিকৃত প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি ভাষায় তথ্য পাওয়ার সুবিধা ছিল। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল শিক্ষার্থী কর্তৃক এ অনুসন্ধান ইঞ্জিনটি চালু করা হয়। সহযোগিতায় ছিলো গ্রামীণফোন আইটি (জিপিআইটি)।[২]

১৩ এপ্রিল ২০১৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।[১] পিপীলিকা সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্যকোষ এ চার ধরনের উৎস থেকে তথ্য উত্থাপন করত। ভুল বানান সংশোধনের জন্য এটি তার নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করত।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পিপীলিকার পথচলা শুরু"। প্রথম আলো। ১৩ এপ্রিল ২০১৩। ২০১৩-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৩ 
  2. "banglanews24.com, BD`s first search engine sets out, retrieved: ২০ এপ্রিল ২০১৩"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৩