পিটার ভ্যান ডের ভির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পিটার ভ্যান ডের ভির হলেন একজন ওলন্দাজ গবেষক। তিনি জার্মানির গটিনজেন শহরে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ রিলিজিয়াস অ্যান্ড এথনিক ডাইভার্সিটির পরিচালক। তিনি ফ্রি ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, আটরেচ বিশ্ববিদ্যালয়পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব শিক্ষা দিতেন। তাঁর গবেষণার বিষয় হল এশিয়া ও ইউরোপে ধর্মজাতীয়তাবাদ[১]

ভ্যান ডের ভির দ্য মডার্ন স্পিরিট অফ এশিয়া। দ্য স্পিরিচুয়াল অ্যান্ড দ্য সেক্যুলার ইন চায়না অ্যান্ড ইন্ডিয়া (প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, ২০১৩) মামে ভারতচীনে ধর্ম ও জাতীয়তাবাদ নিয়ে তুলনামূলক আলোচনা-বিষয়ক একটি মনোগ্রাফ প্রকাশ করেন। তাঁর অন্যান্য প্রধান প্রকাশনাগুলির অন্যতম গডস অন আর্থ (এলএসই মনোগ্রাফস, ১৯৮৮), রিলিজিয়াস ন্যাশনালিজম (ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া প্রেস, ১৯৯৪) ও ইম্পিরিয়াল এনকাউন্টারস (প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, ২০০১)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Peter van der Veer"www.mmg.mpg.de (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

ভিডিও[সম্পাদনা]