পিটার আদুজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটার অ্যাকুইনো আদুজা[১]
পারিবারিক ছবি
প্রাদেশিক ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’ এর সদস্য
কাজের মেয়াদ
১৯৫৪ – ১৯৫৬[২]
জেলা দায়রা জজ
কাজের মেয়াদ
১৯৬০ – ১৯৬২[৩]
স্টেট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য, ২৩ তম জেলা[৪]
কাজের মেয়াদ
১৯৬৬ – ১৯৭৪[৩]
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২০-১০-১৯)১৯ অক্টোবর ১৯২০[১]
সালিনডিগ, ভিগান, ইলোকোস সার, লুজন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ[৫]
মৃত্যু১৯ ফেব্রুয়ারি ২০০৭(2007-02-19) (বয়স ৮৬)[১]
লাস ভেগাস, নেভাডা[৩]
সমাধিস্থলহাওয়াই রাজ্য সৈনিক কবরস্থান[৬]
জাতীয়তাআমেরিকান
রাজনৈতিক দলরিপাবলিকান[৩][৭]
পেশাসৈনিক, শিক্ষক, বিচারক, রাজনীতিবিদ
সামরিক পরিষেবা
শাখামার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী[৩]
কাজের মেয়াদ১৯৪৪-১৯৪৬[৩]
পদফার্স্ট লেফটেন্যান্ট[৩]
ইউনিট১ম ফিলিপিনো পদাতিক[৩][৮]

পিটার অ্যাকুইনো আদুজা (১৯ অক্টোবর ১৯২০–১৯ ফেব্রুয়ারি ২০০৭) ছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত প্রথম ফিলিপিনো আমেরিকান। ১৯৫৪ সালে তিনি হাওয়াইয়ের পার্লামেণ্টের সদস্য নির্বাচিত হন।[৯]

আদুজার জন্ম ফিলিপাইনে। তবে শৈশবেই তিনি হাওয়াই পাড়ি জমান এবং সেখানে আমেরিকান সেনাবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কয়েক বছর পরে তিনি হাওয়াইয়ের প্রথম ফিলিপিনো আইনজীবীদের একজন হওয়ার গৌরব অর্জন করেন। দু’বছর প্রাদেশিক সরকারের সদস্য হিসেবে কাজ করার পর তিনি হাওয়াইয়ের অ্যাটর্নী জেনারেলের দপ্তরে যোগদান করেন এবং দুই বছর বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ‘হাওয়াই হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’ এর সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে লাস ভেগাসে আদুজা মারা যান।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আদুজার জন্ম ফিলিপাইনের ইলোকোস সার-এ। মাত্র আট বছর বয়সে তিনি তার পরিবারের সাথে হাওয়াইয়ের হাইলোতে চলে যান।[১০] তার বাবা পার্শ্ববর্তী হাকালাউ এর এক চিনিকলে শ্রমিক হিসেবে কাজ করতেন।[১১] সেখানেই তিনি বড় হন। আদুজা হাইলো হাই স্কুলে ভর্তি হন। সেখানে তিনি ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন এবং ছিলেন একজন ঈগল স্কাউট।[২] and an Eagle Scout,[১২] ১৯৪১ সালে তিনি স্নাতক পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে কৃতকার্য হন।[২] এরপর রাষ্ট্র ও ইতিহাসের উপর উচ্চতর পড়াশোনার জন্যে ইউনিভার্সিটি অফ হাওয়াই এ গমন করেন।[১০] সেখানে পড়াশোনাকালীন সময়েই আদুজা পার্ল হারবারের সময়রক্ষক হিসেবে কাজ করতেন।[২] ১৯৪৪ সালে তিনি আমেরিকান সৈন্য বাহিনীতে যোগদান করেন। তিনি এবং আরো ৫০ জন মিলে স্বেচ্ছাপ্রনোদিতভাবে প্রথম ফিলিপিনো পদাতিক বাহিনী গঠন করেন।[১০]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি মেলোডি ‘লেসিং’ ক্যাবালনাকে (মৃত্যুঃ ২০০২) বিয়ে করেন এবং হাওয়াই দ্বীপের নালেহু ইন্টারমেডিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৫১ সালে আইনের উপর ডিগ্রী লাভ করেন।[২][১২][১৩] ১৯৫৩ সালে তিনি এবং বেন মেনর (পরবর্তীতে যিনি সুপ্রীম কোর্টের বিচারক নিযুক্ত হন) আইনজীবী হওয়ার পরীক্ষায় অংশ নেন এবং দুজনেই হাওয়াইয়ের প্রথম ফিলিপিনো আইনজীবী হিসেবে কাজ করা শুরু করেন। [২][১৪]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

১৯৫৪ সালে আদুজা হাওয়াই অঙ্গরাজ্যের প্রাদেশিক ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’ এর সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন হাওয়াই তথা যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত ফিলিপিনো আমেরিকান জনপ্রতিনিধি।[১০][১৫] হাওয়াই দ্বীপের তিনটা আসনের একটা থেকে তিনি নির্বাচিত হন।[২] ১৯৫৬ সালে হাইলোতে অনুষ্ঠিত ILWU প্রাদেশিক সম্মেলনে রিপাবলিকান পার্টির পক্ষ হয়ে বক্তৃতা প্রদান করেন।[১৬] প্রথম দফা মেয়াদ শেষ হওয়ার পর তিনি হাওয়াইয়ের অ্যাটর্নী জেনারেলের দপ্তরে যোগ দেন।[১০] ১৯৫৯ সালে তিনি ওয়াহু দ্বীপ থেকে হাওয়াই অঙ্গরাজ্যের নির্বাচনে অংশ নেন কিন্তু হেরে যান। অপর রিপাবলিকান প্রার্থী উইলিয়াম এফ কুইন হাওয়াইয়ের প্রথম গভর্নর হিসেবে নির্বাচিত হন।[২] ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি জেলা দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে জুন মাসে তিনি পদত্যাগ করেন।[১৭] দু বছর বিরতির পর ১৯৬৬ সালে আবার তিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তবে এবার হাওয়াই রাজ্যের ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ’ এর সদস্য হিসেবে।[১০] তার নির্বাচনী এলাকার মধ্যে ছিলো কাইলুয়া, দক্ষিণ উপকূল আর কাহুকু।[২] ‘হাওয়াই হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ’ এর সদস্য থাকাকালীন তিনি ১৯৬৮ সালের হাওয়াই রাজ্যের সাংবিধানিক সম্মেলনে অংশ নেন।[১৮] ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ‘হাওয়াই হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ’ এর সদস্য ছিলেন।[১০] জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বশেষ হনলুলু শহরের কানেওহি নেইবরহুড বোর্ডের সদস্য হিসেবে ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তী জীবন[সম্পাদনা]

১৯৯১ সালে প্রফেসর ড্যান বয়লান আদুজাকে হাওয়াইয়ে ফিলিপিনো রাজনীতিকদের আধিপত্য শুরু হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ফিলিপিনো রাজনীতিবিদের মধ্যে একজন হিসেবে উল্লেখ করেন।[২] বাকি দুজন হলেন আলফ্রেড লরেটা আর বেন মেনর। এছাড়াও আরো কিছু ফিলিপিনো ছিলেন যারা বিশ-শতকের মাঝামাঝি সময়ে হাওয়াইয়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামজিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুতপূর্ণ ভূমিকা রাখেন।[২] ২০০৭ এর ফেব্রুয়ারিতে লাস ভেগাসে ছুটি কাটানোর সময় তিনি মারা যান। গভর্নর লিন্ডা লিঙ্গল ২৯ মার্চ ২০০৭ কে পিটার এ. আদুজা দিবস হিসেবে ঘোষণা করেন।[১৯] মৃত্যুর সময় তিন দুই সন্তান ও দুজন নাতী রেখে যান।[১০] এদের মধ্যে মেলোডি আদুজা ও পরবর্তীকালে হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হন।[২০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Services set for Thursday for pioneering politician"Star Bulletin। ২৫ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪ 
  2. Boylan, Dan (১৯৯১)। Okamura, Jonathan Y.; Agbayani, Amefil R.; Kerkvliet, Melinda Tria, সম্পাদকগণ। "Crosscurrents: Filipinos in Hawaii's Politics" (পিডিএফ)Social Process in Hawaii। Department of Sociology, University of Hawaii at Manoa। 33: 39–55। আইএসএসএন 0737-6871। Archived from the original on ১৮ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪ 
  3. "Hawai'i honors Fil-Am legislator"GMA News। ৩০ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৪ 
  4. Clements, John (১৯৭২)। Taylor's Encyclopedia of Government Officials, Federal and State। Political Research, Incorporated। পৃষ্ঠা 76। 
  5. Borreca, Richard (২২ ফেব্রুয়ারি ২০০৭)। "Lawmaker first U.S. Filipino to hold office"Star Bulletin। Honolulu। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৪ 
  6. "Funeral Set Thursday For Former Rep. Peter Aduja"MidWeek। ২৮ মার্চ ২০০৭। ১৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 
  7. Gary G. Aguiar (আগস্ট ১৯৯৭)। Party Mobilization, Class and Ethnicity: The Case of Hawaii, 1930 to 1964। Universal-Publishers। পৃষ্ঠা 297। আইএসবিএন 978-0-9658564-3-0 
  8. Revilla, Linda A. (১৯৯৬)। Ikeda, Kiyoshi; Weinstein, Michael G.; Okamura, Jonathan Y., সম্পাদকগণ। ""Pineapples", "Hawayanos," and "Loyal Americans": Local Boys in the Firist Filipino Infantry Regiment US Army" (পিডিএফ)Social Process in Hawaii। Department of Sociology, University of Hawaii at Manoa। 37: 57–73। আইএসএসএন 0737-6871। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 
    Viotti, Vicki (২৯ সেপ্টেম্বর ২০০২)। "Tale of Filipino bravery about to be told"Honolulu Advertiser। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 
  9. Jon Sterngass (১ জানুয়ারি ২০০৯)। Filipino Americans। Infobase Publishing। পৃষ্ঠা 128। আইএসবিএন 978-1-4381-0711-0 
  10. Rod Ohira (২২ ফেব্রুয়ারি ২০০৭)। "Peter Aduja, distinguished local Filipino"Honolulu Advertiser। ৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১১ 
  11. "Peter Aduja" (পিডিএফ)Asian Journal। Los Angeles। ২৭ মে ২০০৯। পৃষ্ঠা B2। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  12. "First Filipino lawmaker in US is dead at 87"GMA News। ২৩ ফেব্রুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪ 
  13. Lawrence Kestenbaum (ডিসেম্বর ২০১৩)। "Adams-medina to Aedanus"politicalgraveyard.com। Lawrence Kestenbaum। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
    "Obituaries"Honolulu Advertiser। ১ জুন ২০০২। ২৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  14. Benjamin B. Domingo (১৯৮৩)। Hawaii's eminent Filipinos। Foreign Service Institute। পৃষ্ঠা 16। আইএসবিএন 978-971-11-5004-4 
  15. Valerie Ooka Pang; Li-Rong Lilly Cheng (৩ সেপ্টেম্বর ১৯৯৮)। Struggling To Be Heard: The Unmet Needs of Asian Pacific American Children। SUNY Press। পৃষ্ঠা 172। আইএসবিএন 978-0-7914-3840-4 
  16. "GOP Speakers at ILWU Functions Run from Roy Vitousek to Peter Aduja"Honolulu Record10 (10): 6। ৩ অক্টোবর ১৯৫৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪ 
  17. Hawaii. Supreme Court (১৯৬০)। Annual Report of the Chief Justice। পৃষ্ঠা 53। 
  18. "Hawai'i honors Fil-Am legislator"GMA News। ৩০ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 
  19. Lingle, Linda (১৯ মার্চ ২০০৭)। "Proclamation" (পিডিএফ)Goveror Linda Lingle। State of Hawaii। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  20. Ben DiPietro (৬ নভেম্বর ২০০২)। "No Lingle coattails: Republicans lose four House seats"Pacific Business News। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]