পালাসিও বারোলো

স্থানাঙ্ক: ৩৪°৩৬′৩৪.৪″ দক্ষিণ ৫৮°২৩′৯.১″ পশ্চিম / ৩৪.৬০৯৫৫৬° দক্ষিণ ৫৮.৩৮৫৮৬১° পশ্চিম / -34.609556; -58.385861
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পালাসিও বারোলো
বারোলো প্রাসাদ

পালাসিও বারোলো বুয়েনোস আইরেস-এ অবস্থিত
পালাসিও বারোলো
বুয়েনোস আইরেসে অবস্থান
মানচিত্র
সাধারণ তথ্য
ধরনদাপ্তরিক ভবন
স্থাপত্য রীতিআর্ট নুভিউ, আর্ট ডেকো, একলেকটিজম, গোথিক
অবস্থানমনসেরাত, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
ঠিকানাআভেনিদা ডে মেয়ো ১৩৭০
নির্মাণকাজের আরম্ভ১৯১৯
নির্মাণকাজের সমাপ্তি১৯২৩
উচ্চতা১০০ মিটার
কারিগরী বিবরণ
তলার সংখ্যা২২
নকশা এবং নির্মাণ
স্থপতিমারিও পালান্তি
প্রধান ঠিকাদারওয়েস এন্ড ফ্রেট্যাগ
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট
অন্তর্ভুক্তির তারিখ১৯৮৯

পালাসিও বারোলো (স্পেনীয়: Palacio Barolo) আর্জেন্টিনার ঐতিহাসিক দাপ্তরিক ভবন। বুয়েনোস আইরেসের মনসেরাত এলাকার ১৩৭০ আভেনিদা ডে মেয়োয় এর অবস্থান। নির্মাণকালীন সময়ে এটি শহরের তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম ভবনের মর্যাদা পেয়েছিল। এর অনুসরণে পালাসিও সালভোকে একলেটিক ধাঁচে অধিক উচ্চতায় একই স্থাপত্যকলা প্রয়োগে মোন্তেবিদেওতে করা হয়েছিল।

১৯৯৭ সালে এ ভবনটিকে আর্জেন্টিনা সরকার জাতীয় ঐতিহাসিক স্থাপনারূপে ঘোষণা করা হয়েছিল।[১] আবাসন প্রকল্পের তথ্য সংগ্রহকারী সংস্থা এমপোরিসের ডেটাবেসে এ ভবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।[২] বর্তমানে অনেকগুলো ট্রাভেল এজেন্সী, বিদেশীদের জন্য স্পেনীয়ভাষী বিদ্যালয়, ট্যাঙ্গো জামা বিক্রয়কারী বিপনী বিতান, বিভিন্ন সংস্থার কার্যালয়, স্থাপত্যকলাবিষয়ক স্টুডিও, হিসাবরক্ষক, আইনজীবীদের কক্ষ ইত্যাদি রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৮৯০ সালে ইতালি থেকে অভিবাসনকারী লুইস বারোলো আর্জেন্টিনায় বসতি স্থাপন করেন। নাইটেড ফ্যাব্রিক্সে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করেন। তিনি ইতালীয় স্থপতি মারিও পালান্তিকে ভবনের নকশা অঙ্কনের দায়িত্বে দেন। উরুগুয়ের মন্তেভিডিওতে একলেটিক ধাঁচের সাথে মিল রেখে এর মূল নকশায় অগ্রসর হন।

ইতালীয় কবি দান্তের ডিভাইন কমেডি’র উদ্দীপনায় পালাসিও বারোলো নকশা অঙ্কনের অগ্রসর হন। তিনটি অংশে বিভক্ত করে সর্বমোট ২২টি তলা রয়েছে এতে। ভিত্তি ও নীচতলা ‘পাতাল’, দ্বিতীয় তলা থেকে পঞ্চদশ তলা ‘মর্ত্য’ এবং ষোড়শ থেকে ত্রিবিংশতিতম তলা ‘স্বর্গের’ প্রতিনিধিত্ব করছে। ভবনটিকে ১০০ মিটার উঁচু ৩৩০ ফুট। প্রত্যেকটিতে একমিটার করে ডিভাইন কমেডি’র অংশ রয়েছে। ভবনের শীর্ষে পর্যবেক্ষণ কক্ষ রয়েছে। এতে অবস্থান করে উরুগুয়ের মোন্তেবিদেও’র সকল রাস্তা দেখা যায়।

১৯২৩ সালে এর নির্মাণকার্য শেষ হলে কেবলমাত্র শহরের নয় বরং পুরো দক্ষিণ আমেরিকার উচ্চতম ভবনের মর্যাদা লাভ করে। ১৯৩৫ সালে কাভানা ভবন নির্মিত হলে এর মর্যাদা হ্রাস পায়। বর্তমানে এখানে শুধুমাত্র আইনজীবীদের কার্যালয়, স্পেনীয় ভাষী বিদ্যালয় ও ট্যাঙ্গো পোশাক বিক্রয়কারী বিপনী বিতান রয়েছে।

কারিগরি বৃত্তান্ত[সম্পাদনা]

স্টিলের তৈরি আকাশচুম্বী ভবন ১০০ মিটার উঁচু এবং ১৮ তলা। প্রতিটি তলার নিজস্ব শৈলী রয়েছে। দ্য ডিভাইন কমেডির আদলে এর শীর্ষভাগ বিশেষভাবে আলোকিত করা যেন তা নয়টি স্বর্গীয় পরীকে প্রতিনিধিত্ব করে। একটি ছোট কুণ্ডলী দিয়ে দক্ষিণাকাশে নক্ষত্রপুঞ্জ ক্রুক্সের গঠন দেয়া হয়েছে। এম্পরিস ডাটাবেসে এই ভবনটি তালিকাবদ্ধকৃত।[৩]

ভবনটির গঠন সোনালী অনুপাত মেনেছে অনেক ক্ষেত্রেই। [৪] আকাশচুম্বী এই দালান দান্তের দেহভস্ম সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল বলে বারোলো বিশ্বাস করতেন, "ইউরোপ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাই তার দেহাভস্ম মহাদেশটি থেকে যতদূরে সম্ভব পাঠানো উচিত"।[৫] লবিতে একটি কেন্দ্রীয় হল রয়েছে যেখানে ল্যাটিন ভাষায় বিভিন্ন শ্লোক ও দৈত্যামূর্তি লিপিবদ্ধ করা। প্রধান গম্বুজ দিয়ে এর আলো ৯টি ধনুকাকৃতির বাঁকানো পথে বিকরিত হয় যা ইনফারনোতে বর্ণানাকৃত নরকের প্রতিনিধিত্ব করে। প্রথম তিন তলার দেয়ালে ও মেঝেতে আগুনের রাসায়নিক প্রতিক, ইতালির পতাকার রঙ এবং একাধিক মেসোনিক প্রতীক রয়েছে। লবিতে পুরনো ধরানার একটি এলিভেটরও রয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Decreto 437/97
  2. "Palacio Barolo"Emporis (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৭ 
  3. "Palacio Barolo"Emporis (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৭ 
  4. Akhtaruzzaman, Md; Shafie, Amir A. (২০১২)। "Geometrical Substantiation of Phi, the Golden Ratio and the Baroque of Nature, Architecture, Design and Engineering"International Journal of Arts1 (1)। পৃষ্ঠা 1–22। আইএসএসএন 2168-5002ডিওআই:10.5923/j.arts.20110101.01। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৭ 
  5. "Palacio Barolo, A tower devoted to — and modeled after — the Divine Comedy"Atlas Obscura। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৭ 

আরও দেখুন[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Mimi Bohm (২০০৫)। Ediciones Xavier Verstraeten (Spanish ভাষায়)। Buenos Aires: Art Nouveau। 
  • Palacio Barolo brochure from a guided tour.

গ্যালারী চিত্র[সম্পাদনা]

বর্তমান চিত্র[সম্পাদনা]

ঐতিহাসিক চিত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]