পার্ক দেস প্রিন্সেস
প্রিন্সেস পার্ক | |
![]() | |
![]() | |
অবস্থান | প্যারিস, ফ্রান্স |
---|---|
মালিক | কাউন্সিল অফ প্যারিস |
ধারণক্ষমতা | ৪৭,৯২৯ |
উপরিভাগ | ঘাস |
উদ্বোধন | ৪ঠা জুন, ১৯৭২ |
ভাড়াটে | |
প্যারিস সেন্ট জার্মেই(১৯৭৪-) |
পার্ক দেস প্রিন্সেস প্যারিস শহরের অন্যতম স্টেডিয়াম। বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এর ঘরের মাঠ এটি।
ইতিহাস[সম্পাদনা]
প্রথম পার্ক(১৮৯৭-১৯৩২)[সম্পাদনা]
১৮৯৭ সালের ১৮ জুলাই একটি সাইকেল রেস কোর্স হিসেবে এই মাঠ প্রথম আত্মপ্রকাশ করে।
১৯০৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ইংল্যান্ড ও প্যারিস এর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়। তার ২ বছর পর , ফ্রান্স জাতীয় ফুটবল দল এই মাঠে সুইজারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ঘরের মাঠের ম্যাচ খেলে। ১৯২৪ সাল থেকে ধীরে ধীরে এই মাঠ তার জৌলুস হারাতে থাকে।
দ্বিতীয় পার্ক(১৯৩২-১৯৭২)[সম্পাদনা]
এই সময় স্টেডিয়ামটিতে প্রভূত সংস্কার হয় ও ধারণ ক্ষমতা ৪০,০০০ পর্যন্ত বাড়ানো হয়।
বর্তমান পার্ক(১৯৭২-)[সম্পাদনা]
বর্তমানে প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সম্প্রসারণ পরিকল্পনা[সম্পাদনা]
২০২৪ গ্রীষ্ম অলিম্পিক গেমস এর জন্য স্টেডিয়ামটিতে অতিরিক্ত ১০,০০০ আসন বৃদ্ধি করে ধারণ ক্ষমতা ৬০,০০০ করার পরিকল্পনা রয়েছে।