পারভিন (রঙ)
পারভিন | |
---|---|
![]() | |
হেক্স ট্রিপলেট | #CCCCFF |
sRGBB (r, g, b) | (204, 204, 255) |
CMYKH (c, m, y, k) | (20, 20, 0, 0) |
HSV (h, s, v) | (240°, 20%, 100[১]%) |
উৎস | Maerz and Paul[২] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
পারভিন একটি রংবিশেষ যা নীল ও বেগুনি রঙের মাঝামাঝি বা সমগোত্রীয়। ইংরেজিতে এটিকে বলা হয় পেরিউইঙ্কল যা এসেছে পেরিউইঙ্কল (বৈজ্ঞানিক নাম: Vinca minor) নামক একটি ফুলের নাম থেকে। মূলত পেরিউইঙ্কল ফুলের রঙটিই পেরিউইঙ্কল নামে পরিচিতি পেয়েছে। পেরিউইঙ্কল ফুল ও রঙ দুটিরই বাংলা পরিভাষা করা হয়েছে পারভিন। পারভিন শব্দটি নেওয়া হয়েছে পেরিউইঙ্কলের ইতালীয় ও ফরাসি প্রতিশব্দ পারভিনচা বা পারভেনচে থেকে।
এটিকে ল্যাভেন্ডার নীল রঙ বলেও অভিহিত করা হয়।[৩] এটিকে নীল রঙের সাদাটে রূপ বা প্যাস্টেল নীল রঙ হিসেবেও বিবেচনা করা যেতে পারে।
ইংরেজি ভাষায় রঙের নাম হিসেবে পেরিউইঙ্কল শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৯২২ সালে।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ web.forret.com Color Conversion Tool set to hex code of color #CCCCFF (Periwinkle):
- ↑ The color displayed in the color box above matches the color called periwinkle in the 1930 book by Maerz and Paul A Dictionary of Color New York: 1930 McGraw-Hill; the color periwinkle is displayed on page 109, Plate 43, Color Sample B8.
- ↑ Maerz and Paul (1930). A Dictionary of Color. New York: McGraw-Hill. Page 196: Lavender blue shown as one of the three major variations of lavender under heading lavender; page 190: lavender blue is listed as blue-lavender, first use of the color term is identified as 1926, and the color is identified with periwinkle.
- ↑ Simpson, J. A., and E. S. C. Weiner (1989). Oxford English Dictionary, second edition. Oxford: Clarendon Press.