পায়ুবিদার
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
যে রোগে পায়ুনালীর প্রান্তে লম্বাটে ক্ষত সৃষ্টি হয় এবং পায়ুর রন্ধ্রনিয়ন্ত্রক পেশির আক্ষেপ তৈরি হয় তাকে বলা হয় পায়ুবিদার (ইংরেজি: anal fissure)। কোষ্ঠকাঠিন্যের রোগী পায়ুবিদারে বেশি ভুগে। শক্ত মল কোঁত মেরে ত্যাগ করার সময়ই পায়ু গাত্র চিরে যায় এবং তা থেকে ক্ষত তৈরি হয়। সেইসঙ্গে ছিঁড়ে যায় অভ্যন্তরে রক্ত নিয়ন্ত্রক পেশির কিছু তন্তু যার ফলে সৃষ্টি হয় রক্তনিয়ন্ত্রক পেশির আক্ষেপ (ইংরেজি: sphincter spasm)।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Gott, M. D.; Peter, H. (৫ মার্চ ১৯৯৮)। "New Therapy Coming for Anal Fissures"। The Fresno Bee। Fresno, CA: McClatchy Co। p. E2, "Life" section।