পাবনা সদর থানা
অবয়ব
| পাবনা সদর | |
|---|---|
| থানা | |
| বাংলাদেশে পাবনা সদর থানার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°০′৩১.৮৬″ উত্তর ৮৯°১৪′২৪.৪০″ পূর্ব / ২৪.০০৮৮৫০০° উত্তর ৮৯.২৪০১১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী |
| জেলা | পাবনা |
| উপজেলা | পাবনা সদর |
| প্রতিষ্ঠা | ১৮২৮[১] |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পাবনা সদর থানা রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি থানা। ১৮২৮ সালে থানাটি প্রতিষ্ঠিত হয়।[১]। পাবনা সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদ নিয়ে থানাটি গঠিত হয়েছে।
অবস্থান
[সম্পাদনা]পাবনা সদর থানার–
- পূর্ব দিকে পাবনা জেলার আতাইকুলা থানা ও সুজানগর থানা
- পশ্চিম দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানা
- উত্তর দিকে পাবনা জেলার চাটমোহর থানা ও ফরিদপুর থানা
- দক্ষিণ দিকে কুষ্টিয়া জেলার মডেল থানা, কুমারখালী থানা ও খোকসা থানা
আওতাধীন এলাকা
[সম্পাদনা]পাবনা সদর থানার অধীনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে।ক[›]
- পৌরসভা
- ইউনিয়ন পরিষদ
পাদটীকা
[সম্পাদনা]- ^ ক: পাবনা সদর উপজেলায় ২টি থানা রয়েছে। এগুলো হলো পাবনা সদর থানা ও আতাইকুলা থানা। পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের মনে ২টি ইউনিয়ন আতাইকুলা থানার অধীনে রয়েছে। ফলে পাবনা সদর থানার অধীনে ৮টি ইউনিয়ন রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "পাবনা থানা সম্পর্কে"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - রাজশাহী রেঞ্জ। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।