নিরাপদ পানীয় জল গ্রহণের ভিত্তিতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি নিরাপদ পানীয় জল গ্রহণের ভিত্তিতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা। তালিকাটি ভারত সরকার দ্বারা প্রকাশিত ২০১১ ভারত গণনা প্রতিবেদন থেকে সংকলিত হয়েছে।[১][২] র্যাঙ্কটি পরিবারগুলির নিরাপদ পানীয় জল গ্রহণের শতাংশ উপর ভিত্তি করে তৈরি।

পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠতা ৯৭.৬%, কেরালার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মাত্র ৩৩.৫% পরিবার নিরাপদ পানীয় জল ব্যবহার করে। জাতীয় গড় ৮৫.৫% এ দাঁড়িয়েছে।

ক্রম রাষ্ট্র নিরাপদ পানীয় জল গ্রহণ করা পরিবারের % (২০১১)
পাঞ্জাব ৯৭.৬
উত্তর প্রদেশ ৯৫.১
বিহার ৯৪.০
হরিয়ানা ৯৩.৮
হিমাচল প্রদেশ ৯৩.৭
তামিলনাড়ু ৯২.৫
উত্তরাখণ্ড ৯২.৩
পশ্চিমবঙ্গ ৯২.২
অন্ধ্র প্রদেশ ৯০.৫
১০ গুজরাত ৯০.৩
১১ কর্ণাটক ৮৭.৫
১২ ছত্তিসগড় ৮৬.৩
১৩ গোয়া ৮৫.৭
** সমস্ত ভারত গড় ৮৫.৫
১৪ সিকিম ৮৫.৩
১৫ মহারাষ্ট্র ৮৩.৪
১৬ অরুণাচল প্রদেশ ৭৮.৬
১৭ রাজস্থান ৭৮.১
১৮ মধ্য প্রদেশ ৭৮.০
১৯ জম্মু ও কাশ্মীর ৭৬.৮
২০ ওড়িশা ৭৫.৩
২১ অসম ৬৯.৯
২২ ত্রিপুরা ৬৭.৫
২৩ মিজোরাম ৬০.৪
২৪ ঝাড়খণ্ড ৬০.১
২৫ নাগাল্যান্ড ৫৩.৮
২৬ মণিপুর ৪৫.৪
২৭ মেঘালয় ৪৪.৭
২৮ কেরালা ৩৩.৫
ইউ / টি চণ্ডীগড় ৯৯ .৩
ইউ / টি দমন ও দিউ ৯৮ .৭
ইউ / টি পুদুচেরি ৯৭ .৪
ইউ / টি দিল্লি ৯৫.০
ইউ / টি দাদরা ও নগর হাভেলি ৯১.৬
ইউ / টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৮৫.৫
ইউ / টি লক্ষদ্বীপ ২২.৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Households access to safe drinking water"। Government of India। ২০১১। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Access to safe drinking water in households in India" (পিডিএফ)। Government of India। ২০১২–১৩। পৃষ্ঠা 129। নভেম্বর ২৩, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৪