পাথর জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পাথর জাদুঘর (পঞ্চগড়) থেকে পুনর্নির্দেশিত)
পাথর জাদুঘর
ধর্ম
জেলাপঞ্চগড় জেলা, রংপুর বিভাগ
অবস্থান
অবস্থানপঞ্চগড় সরকারি মহিলা কলেজ পঞ্চগড়
দেশবাংলাদেশ

পাথর জাদুঘর' পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অবস্থিত একটি জাদুঘর।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৭ খ্রিষ্টাব্দে উক্ত কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্টায় পাথর জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর। [১]

উক্ত জাদুঘরে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় ১,০০০ (এক হাজার) সংখ্যক এরও বেশি। পাথর জাদুঘরের অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমের গ্যালারি রয়েছে। অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে ক. বিভিন্ন আকৃতি, রং ও বৈশিষ্ট্যের আগ্নেয়শীলা, পাললিক শীলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, খনিজবালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শীলা। এখানে বহু বছরের পুরনো ইমারতের ইট, পোড়ামাটির মূর্তি দেখা যায়।[২][৩]

অবস্থান[সম্পাদনা]

পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, পঞ্চগড়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর"jagonews24.com। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  2. "পঞ্চগড় জেলা"। ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  3. "পঞ্চগড়ের পাথরের জাদুঘর 'রকস মিউজিয়াম'"অধিকার নিউজ 
  4. "তথ্য বাতায়ন"। ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬