পাখি মসজিদ, রংপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাখি মসজিদ, রংপুর
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানরংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীমোঘলীয় স্থাপত্য
ধারণক্ষমতা১০+৫০ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে

পাখি মসজিদ, রংপুর মোঘলীয় আমলের একটি মসজিদ, রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন এর ঐতিহ্যবাহী এ মসজিদ মোঘল আমলে স্থাপিত হিসাবে পরিচিত।[১]

অবস্থান[সম্পাদনা]

মসজিদটি রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন এর মান্দ্রাইন নামক স্থানে অবস্থিত।[১]মসজিদটি তিস্তা নদীর পাশে অবস্থিত।

বর্ণনা[সম্পাদনা]

এ মসজিদটির দৈর্ঘ্য ২৩ ফুট ও প্রস্থ ১১ ফুট। মসজিদটিতে বড় ৩টি গম্বুজ রয়েছে এবং চতুর্দিকে ১২টি ছোট আকারের গম্বুজ রয়েছে; আর রয়েছে ৩টি দরজা। মসজিদের ভিতরে ১০ জন নামাজ পড়ার মত একটি কাতার রয়েছে। মসজিদটির গঠন দেখে মনে হয় এটা মোঘল আমলে নির্মিত। মূল মসজিদ ঠিক রেখে সামনে একটি পাকা ঘর তৈরী করে নামাজের স্থান বৃদ্ধি করা হয়েছে।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৮৭–৮৮। আইএসবিএন 9789848923450