পাখিদের সম্মেলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিরব, শান্ত শিষ্ট পরিবেশ সদা পাখিদের উপযোগী।

পাখিদের সম্মেলন বা পাখিদের বুলি (ফার্সি: منطق الطیر, মানতিক-উত-তাইর, ছাড়াও مقامات الطیور মাকামাত-উত-তাইর নামে পরিচিত; ১১৭৭) [১] সুফি কবি ফরিদ উদ্দিন আত্তার এর একটি ফার্সি কবিতা, এই কবি সাধারণত নিশাপুরের আত্তার নামে পরিচিত। কবিতার শিরোনামটি সরাসরি কুরআন, 27:16 থেকে নেওয়া হয়েছে যেখানে সুলায়মান ( সলোমন ) এবং দাউদ ( ডেভিড ) কে পাখির ভাষা বা বুলি (মানতিক-উত-তাইর) শেখানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আত্তার এর মৃত্যুও তার জীবনের মতোই জল্পনা -কল্পনার বিষয়। তিনি সত্তর বছর বয়সে ১২২১ সালে নিশাপুর শহরে চেঙ্গিস খান এবং মঙ্গোল সেনাদের দ্বারা চালানো গণহত্যায় মারা গেছেন বলে জানা যায়। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Conference of the Birds" 
  2. "Attar and The Conference of the Birds"। ১৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১