পাকিস্তান রেলওয়েস ক্লাস জেডসিইউ২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকিস্তান রেলওয়েস ক্লাস জেডসিইউ২০
ধরন ও উদ্ভব
শক্তির ধরনডিজেল-বৈদ্যুতিক
নির্মাণকারীসিআরআরসি জাইয়াং, ক্যাটারপিলার
মডেলজাইলোকো এসডিডি২২
নির্মাণের তারিখ২০১৪
মোট উৎপাদন২৯
সবিস্তার বিবরণী
গেজ১৬৭৬ মি.মি.
জ্বালানির ধরনডিজেল
প্রাইম মুভারক্যাটারপিলার টাইপ সি১৭৫-১৬
সঞ্চালনডিজেল-বৈদ্যুতিক
কার্যক্ষমতা
সর্বোচ্চ গতি১৪০ কিমি/ঘণ্টা
পাওয়ার আউটপুট২,০০০ অর্শ্বশক্তি
কার্যকাল
পরিচালকপাকিস্তান রেলওয়েস
শ্রেণীজেডসিইউ২০
নম্বর৬৪০১-৬৪২৯
বিলিব্যবস্থাসক্রিয়

পাকিস্তান রেলওয়ে ক্লাস জেডসিইউ২০ পাকিস্তানের একটি ১৬৭৬ মি.মি. গেজের ডিজেল-বৈদ্যুতিক লোকোমোটিভ শ্রেণী।

প্রস্তুতকারক বিবরণ[সম্পাদনা]

চীনের সিআরআরসি জাইয়াং কোম্পানি জাইলোকো এসডিডি২২ মডেল হিসেবে এই শ্রেণির মোট ২৯টি লোকোমোটিভ তৈরি করে, এবং ২০১৪ সাল থেকে এরা রেল পরিষেবায় রয়েছে।

প্রযুক্তিগত বিবরণ[সম্পাদনা]

জেডসিইউ২০ যাত্রীবাহী পরিষেবার জন্য নির্মিত। এই লোকোগুলি ২০০০ অর্শ্বশক্তি বিশিষ্ট। প্রাইম মুভার হলো ক্যাটারপিলার টাইপ সি১৭৫-১৬ । এরা ১৪০ কিমি/ঘণ্টা বেগে চলতে পারে।[১][২]

সংখ্যায়ন[সম্পাদনা]

এদেরকে ৬৪০১ থেকে ৬৪২৯ পর্যন্ত সংখ্যায়িত করা হয়।

বৈকল্পিক[সম্পাদনা]

পন্যবাহী সেবার জন্য, ভিন্ন স্পেসিফিকেশনে এই লোকোমোটিভের অনুরূপ জেডসিইউ৩০ শ্রেণীর লোকো তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pakistan Railways orders Chinese locomotives"International Railway Journal (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬ 
  2. 2014-04-09T10:39:00+01:00। "CSR locos arrive in Pakistan"Railway Gazette International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]