পাকিস্তান নৌবাহিনী একাডেমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকিস্তান নৌবাহিনী একাডেমী
ধরননৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র
স্থাপিতডিসেম্বর ৮, ১৯৭০; ৫৩ বছর আগে (December 8, 1970)
অধিনায়কএকজন কমোডোর
অবস্থান, ,
পাকিস্তান
মানচিত্র

পাকিস্তান নৌবাহিনী একাডেমী যেটা পিএনএস র‍্যাহবার বা পাকিস্তান নৌঘাঁটি র‍্যাহবার নামেও পরিচিত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা ক্যাডেটদের প্রশিক্ষণ কেন্দ্র যেখানে কমিশন প্রদান করা হয়।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৭ সালের ১৪ আগস্ট পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্র তৈরি হয় এবং রাজকীয় ভারতীয় নৌবাহিনীর মুসলিম সদস্যদের নিয়ে তৈরি হয় রাজকীয় পাকিস্তান নৌবাহিনী; এই বাহিনীর শুরু থেকে ১৯৬০-এর দশকের পর্যন্ত কোনো নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র ছিলো না পিএনএস হিমালয় নৌ ঘাঁটি ছাড়া যেখানে নাবিক রিক্রুটদের প্রশিক্ষণ হতো।

পাকিস্তানের স্বাধীনতার সময় থেকে ষাটের দশক পর্যন্ত পাকিস্তানের নৌ ক্যাডেটদেরকে প্রশিক্ষণের জন্য ব্রিটেন পাঠানো হতো।[২][৩] ১৯৬০ সালে পিএনএস বাবরকে ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য স্বল্প সময় ব্যবহার করা হয়েছিলো যেটা ছিলো একটা ক্রুজার যুদ্ধ জাহাজ।

১৯৭০ সালে র‍্যাহবার নৌ ঘাঁটিতে একাডেমীটি তৈরি করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Navy holds commissioning parade"Dawn (newspaper) (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৮ 
  2. Pakistan Naval Academy (PNS Rahbar) on GlobalSecurity.org website
  3. "Shore Units of Pakistan Navy"। ২০০৯-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৮