পাওলা নুনিয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাওলা নুনিয়েস
২০১৬ সালে নুনিয়েস
জন্ম
পাওলা নুনিয়েস রিবাস

(1978-04-08) ৮ এপ্রিল ১৯৭৮ (বয়স ৪৫)
টেসেট, বাজা ক্যালিফোর্নিয়া, মেক্সিকো
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন২০০১–বর্তমান

পাওলা নুনিয়েস রিবাস (স্পেনীয়: Paola Núñez, স্পেনীয় উচ্চারণ: [paˈola ˈnuɲes]; জন্ম: ৮ এপ্রিল ১৯৭৮; পাওলা নুনেজ নামেও পরিচিত) হলেন একজন মেক্সিকীয় অভিনেত্রী এবং টেলিভিশন প্রযোজক।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নুনিয়েস মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার টেকাটায় জন্মগ্রহণ করেন। তিনি ১২ বছর বয়সে থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন। [১] ১৬ বছর বয়সে তিনি অভিনয়ের স্কুল সিফ্যাক টিভি অ্যাজটেকায় পড়াশোনা শেষ করেন এবং অভিনয় শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন৷[২] নুনিয়েস ধারাবাহিক নাটকও প্রযোজনা করে থাকেন।

আমোর ইন কাস্টোডিয়ায় তার সহ-শিল্পী আন্দ্রেজ প্যালাসিওস তার একজন ঘনিষ্ট বন্ধু। নুনিয়েস রোমাঞ্চকর ক্রীড়ার প্রতি ভীষণভাবে আকৃষ্ট।[৩]

পেশাজীবন[সম্পাদনা]

১২ বছর বয়সে তিনি মঞ্চাভীনয় এবং ১৬ বছর বয়সে টেলিভিশনে অভিনয় শুরু করেছিলেন। আমোর ইন কাস্টোডিয়ায় বার্বারা বাজটেরিকা চরিত্রে অভিনয়ের জন্য তিনি মেক্সিকোয় জনপ্রিয়তা লাভ করেন৷ বৈশ্বিক উষ্ঞায়নের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য ২০০৭ সালে তিনি গ্রিন পিসের সাথে যুক্ত হয়েছিলেন।[৪] তাকে জিকিউর মত মেক্সিকোর বেশ কিছু জাতীয় ম্যাগাজিনেও দেখা গিয়োছে।[৫]

২০১০ সালের জুলাইয়ে তিনি চিনকো মুজেরেস উসান্ডো এল মিসমো ভেসিডোতে থ্রিসা চরিত্রে দেখা যায়।[৬]

নুনিয়েস এফআইসি আমেরিকা এবং টেলিঅ্যান্টিওকিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত কিয়েন আনিয়স ডি পারডনে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও এর শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আনা ক্লডিয়া টালানকন এবং মানোলো কারডোনা। এটি রচনা করেছেন লুইস ল্যাঙ্গলেমি। ২০১৪ সালে নুনিয়েস ইউজিনো সিলার এবং লরা ফ্লোরেসের সাথে মার্কিন টেলিনভেলা রেইনা ডি কারাজোনেসে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

সাল শিরোনাম চরিত্র মন্তব্য
২০০৪ মিজ ক্যারোসেল ক্লডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০০৫ ভের, ওইর ই কালার
২০০৯ ট্রেস পাইজাস ডি আমোর এন উন ফিন ডি সিমানা টেরেসা
২০১০ ডিফোজিটারোস ভেরোনিকা
২০১০ সিন এলা আলেহান্দ্রা
২০১১ লস ইন্ডাপাটাডোস লুক্রেসিয়া
২০১৩ ডেসিও জোভেনসিতা
২০১৩ ডেট্রাস ডেল পোডের মনিকা এছাড়াও প্রযোজক
২০১৪ এল মাস বুসকাডো সোনিয়া এছাড়াও রচয়িতা ও প্রযোজক
২০১৪ ড্যারিয়েলা লস মার্টেস ড্যারিয়েলা
২০১৫ এল কাম্পলে ডপ লা আবুয়েলা আন্দ্রিয়া
২০১৯ লা বোডা ডেলা আবুয়েলা আন্দ্রিয়া
২০২০ ব্যাড বয়েজ ফর লাইফ রিটা সেকাডা

টেলিভিশন[সম্পাদনা]

সাল শিরোনাম চরিত্র মন্তব্য
২০০১ কোমো এন এল সিন ক্যারেন
২০০২ সাবিট আ মি মোটো লেটিসিয়া
২০০৪ লা ভিদা এস উনা ক্যানসিওন মার্গারিটা পর্ব: "ম্যাগিয়া"
২০০৪–২০০৫ লাস হুয়ানাস হুয়ান মিকেলা প্রধান চরিত্র; ১৩০ পর্ব
২০০৫ লো কিউ কলামোস লাস মুহেরেস ইসাবেল পর্ব: "¿মি ভিও বিয়েন?
২০০৫–২০০৬ আমোর এন কাস্টোডিয়া বার্বারা বাজটেরিকা প্রধান চরিত্র; ২৩৪ পর্ব
২০০৭ মিয়েনট্রাস হায়া ভিডা এলিসা মন্টেরো প্রধান চরিত্র; ১৮৮ পর্ব
২০০৯ প্যাশন মোরিনা মোরিনা মাড্রিগাল রুইডা প্রধান চরিত্র; ১৮৪ পর্ব
২০১৩ ডেস্টিনো ভ্যালেরিয়া গঞ্জালেজ / ভ্যালেরিয়া রাইওস ডি মন্টেশনস প্রধান চরিত্র; ১০৫ পর্ব
২০১৪ রেইনা ডি করাজোনস রেইনা অরটিজ প্রধান চরিত্র; ১৪০ পর্ব
২০১৪ পালাব্রা ডি ল্যানড্রন হুলিয়া লাগোস প্রধান চরিত্র; ১২ পর্ব
২০১৫ রানার আলবা টেলিভিশন চলচ্চিত্র
২০১৭ লা হারমানড্যাড নাটালিয়া আলাগন প্রধান চরিত্র; ৪ পর্ব
২০১৭–২০১৯ দ্য সন মারিয়া গার্শিয়া প্রধান চরিত্র (সিজন ১–২); ২০ পর্ব
২০১৯ লা দিনা দেল সার ম্যানুয়েলা কর্টেস সানতোস প্রধান চরিত্র (সিজন ২); ৩৩ পর্ব
২০১৯ দ্য পার্জ এসমি কারমোনা প্রধান চরিত্র (সিজন ২); ১০ পর্ব
২০২০ ডেপুটি ভ্যালেরিয়া পর্ব: "১০-৮ ফায়ার স্টোন"
২০২১ ম্যাগনাম পি.আই. হেলেন পর্ব: "ডাবল জিওপার্ডি"

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

সাল পুরস্কার বিভাগ মনোনীত কাজ ফলাফল
২০০৬ ডায়োসাস ডি প্লাটা ফিমেল রেভেলেশন ভের, ওয়ের ই কালার মনোনীত
প্রিমিওস ব্রাভো বেস্ট নিউ অ্যাক্ট্রেস আমোর এন কাস্টোডিয়া বিজয়ী
২০১২ প্রিমিওস ডে লা অ্যাগরুপাকিওন ডে পেরিওডিসটাস টিটরালেস (এপিটি) বেস্ট কমেডি অ্যাক্ট্রেস উন, ডোস, ট্রেস পোর মি ই টোডোস মিস আমোরেস বিজয়ী
২০১৩ ৫৫ প্রিমিওস এরিয়েল[৭] বেস্ট মেকআপ নিজে মনোনীত
২০১৪ পিপল এন ইস্পানিওল বেস্ট অ্যাক্ট্রেস রেইনা ডি কারাজোনস মনোনীত
বেস্ট অন-স্ক্রিন কেমিস্ট্রি মনোনীত
মিয়ামি লাইফ অ্যাওয়ার্ডস বেস্ট ফিমেল লিড ইন এ টেলিনভেলা বিজয়ী
প্রিমিওস টু মুন্ডো ফেভারিট লিড অ্যাক্ট্রেস মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২০১৬-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৩ 
  2. "Archived copy"। ২০১৩-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১৪ 
  3. "El Universal - - Paola Nez: el cine la llama"eluniversal.com.mx (স্পেনীয় ভাষায়)। ১৫ জুন ২০১৩। ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  4. "LUCHA PAOLA NÚÑEZ POR EL MUNDO" (স্পেনীয় ভাষায়)। ২০০৭-১২-১৩। ২০২০-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০১ 
  5. "paola nuñez se desnuda en la revista GQ fotos"lasnoticiasmexico.com (স্পেনীয় ভাষায়)। ১৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  6. "Paola Núñez sin planes para casarse"Quien (স্পেনীয় ভাষায়)। ২০১০-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০১ 
  7. "55 Premios Ariel (2013) - Academia Mexicana"filmaffinity.com