পাঁশকুড়া বনমালী কলেজ
ধরন | স্নাতক সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬০ |
অধিভুক্তি | বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ডঃ নন্দন ভট্টাচার্য |
ঠিকানা | কনকপুর , , , ৭২১১৭১ , ২২°২৩′৪৮″ উত্তর ৮৭°৪৪′২১″ পূর্ব / ২২.৩৯৬৭৪১১° উত্তর ৮৭.৭৩৯০৯৩৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগরীয় |
ওয়েবসাইট | পাঁশকুড়া বনমালী কলেজ |
পাঁশকুড়া বনমালী কলেজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পাঁশকুড়া পুরসভায় অবস্থিত একটি মহাবিদ্যালয়৷ এখানে বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগে স্নাতক এবং বিজ্ঞান ও কলা বিভাগে স্নাতকোত্তর শিক্ষাদান করা হয়৷ ১৯৬০ খ্রিস্টাব্দে বনমালীচরণ খাটুয়া এই কলেজটি প্রতিষ্ঠা করেন৷ এই কলেজটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংসৃষ্ট৷[১]
ইতিহাস
[সম্পাদনা]পাঁশকুড়ার বিত্তবান ও সংস্কৃতিসম্পন্ন ব্যক্তিত্ব স্বর্গীয় বনমালীচরণ খাটুয়ার সৎপ্রচেষ্টায় ১৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পাঁশকুড়া বনমালী কলেজ৷ স্থানীয় সজ্জন হাসমাত আলি খান ও তাঁর সহ-অংশীদারগণ এই কলেজের জন্য জমিদান করেন৷ মূখ্য জমিদাতার নামানুসারে কলেজের নাম হয় "বনমালী কলেজ"৷ বহু বছর যাবৎ লোকালয়ের মধ্যে ও বাইরে উচ্চতর শিক্ষাদান ও আকাঙ্ক্ষাপুরণে এই কলেজঅশ্রেষ্ঠত্ব পেয়েছে৷[২]
অবস্থান
[সম্পাদনা]কলেজটি ১৬ নং জাতীয় সড়ক ও পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন সংযোগকারী অংশে স্টেশনের দিকে অবস্থিত৷ হাওড়া–খড়্গপুর লাইনে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ৭১ কিমি দূরে অবস্থিত স্টেশনটি একটি আদর্শ স্টেশন৷ ফলে কলেজটি রেলপথে সুগম্য এছাড়া ঘাটাল, কলকাতা ও অন্যান্য স্থান থেকে বাস পরিষেবাও রয়েছে৷
বিভাগ
[সম্পাদনা]বিজ্ঞান বিভাগ
[সম্পাদনা]- কম্পিউটার এপ্লিকেশন (স্নাতক ও স্নাতকোত্তর)
- কম্পিউটার বিজ্ঞান (স্নাতক ও স্নাতকোত্তর)
- দেহতত্ত্ব (স্নাতক ও স্নাতকোত্তর)
- জৈবপ্রযুক্তি (স্নাতক ও স্নাতকোত্তর)
- রসায়ন (স্নাতক ও স্নাতকোত্তর)
- পদার্থবিদ্যা (স্নাতক ও স্নাতকোত্তর)
- গণিত (স্নাতক ও স্নাতকোত্তর)
- উদ্ভিদবিদ্যা (স্নাতক ও স্নাতকোত্তর)
- প্রাণিবিদ্যা (স্নাতক ও স্নাতকোত্তর)
- অর্থনীতি (স্নাতক ও স্নাতকোত্তর)
- বিদ্যুতিন পদার্থবিদ্যা (স্নাতক ও স্নাতকোত্তর)
- অণুজীববিদ্যা (স্নাতক ও স্নাতকোত্তর)
কলা ও বাণিজ্য বিভাগ
[সম্পাদনা]- ইতিহাস
- বাংলা
- ভূগোল
- রাষ্ট্রবিজ্ঞান
- সংস্কৃত
- দর্শন
- ইংরাজী
- সাঁওতালি
- হিসাব ও অধ্যয়ন
- শিক্ষাশাস্ত্র
- দেহচর্চা
- সঙ্গীত
স্বীকৃৃতি
[সম্পাদনা]কলেজটি ভারতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি দ্বারা অনুমোদিত৷[৩] এছাড়াও এটি জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ বা এনএএসি দ্বারা প্রথম শ্রেণীর কলেজ হিসাবে স্বীকৃত৷[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Affiliated College of Vidyasagar University"। ২০১২-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ http://www.panskurabanamalicollege.org/history.php
- ↑ Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" (পিডিএফ)। ২০১২-০৫-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।