বিষয়বস্তুতে চলুন

পশদ্দি (বৌদ্ধ দর্শন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশদ্দি (সংস্কৃত: प्रश्रब्धि, তিব্বতি: ཤིན་ཏུ་སྦྱང་བ) হলো বৌদ্ধ অভিধর্ম শিক্ষার মধ্যে একটি বৌদ্ধ মানসিক কারণ। পশদ্দি হলো পালি বিশেষ্য যেটিকে শান্ততা, শান্তি, বিশ্রাম ও প্রশান্তি হিসাবে অনুবাদ করা হয়েছে।[] এটি বোধোদয়ী হওয়ার পথে শরীর, বক্তৃতা, চিন্তা ও চেতনার প্রশান্তিকে বোঝায়।[][] চাষকৃত  মানসিক কারণের অংশ হিসেবে, পশদ্দি এর আগে পরমানন্দ (প্রীতি) এবং পূর্বে একাগ্রতা (সমাধি)। এটি সপ্তবোধ্যঙ্গঝানার একটি। এটি থেরবাদ অভিধর্ম শিক্ষার মধ্যে কায়পশদ্দি ও চিত্তপশদ্দি নামক দুটি মানসিক কারণের ভিত্তি। মানসিক কারণ দুটি থেরবাদ অভিধর্ম শিক্ষার উনিশ সর্বজনীন উত্তম মানসিক কারণের তালিকাভুক্ত ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rhys Davids & Stede (1921-25), p. 447, entry for "Passaddhi" (retrieved 9 Jul 2007).
  2. Guenther (1975), Kindle Locations 623-624.
  3. Kunsang (2004), p. 25.