পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় (সৌদি আরব)
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৫৩ |
যার এখতিয়ারভুক্ত | সৌদি আরব সরকার |
সদর দপ্তর | রিয়াদ, সৌদি আরব |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় (আরবি: وزارة البيئة والمياه والزراعة) হলো সৌদি আরবের একটি সরকারী মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় সৌদি আরবের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব অর্জনের জন্য দায়ী।[১] এছাড়া পানি ও খাদ্য নিরাপত্তা অর্জনে অবদান রাখে এমন নীতি প্রণয়ন ও প্রয়োগের দায়িত্ব এ মন্ত্রণালয়ের।[১] এ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী হলেন আব্দুর রহমান আল-ফাদলি। তিনি ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে কৃষিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং ২০১৬ সালের মে মাসে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের নাম সংশোধন করার পরেও তার এ পদ বজায় ছিলো।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৪৭ সালে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কৃষি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিলো এবং জমি ও সেচ উন্নয়ন এবং বাঁধ নির্মাণের মতো কৃষির দায়িত্ব অর্পণ করা হয়েছিলো।[১] এই সত্তাটি পরে ১৯৫৩ সালে কৃষি ও পানি মন্ত্রণালয়ে রূপান্তরিত হয় এবং সুলতান বিন আবদুল আজিজ ১৯৫৩ সালে কৃষিমন্ত্রী নিযুক্ত হন। তাঁর কার্যকাল ১৯৫৫ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিলো। ২০০২ সালে পানি খাতকে মন্ত্রণালয় থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ে পরিণত করা হয়।[১] তবে ২০১৬ সালে কৃষি মন্ত্রণালয়ের নাম পুনরায় সংশোধন করে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় করা হয়।[১]
উদ্দেশ্যসমূহ
[সম্পাদনা]পরিবেশ, পানি ও কৃষি নিয়ে মন্ত্রণালয়ের উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের উন্নয়ন ও সংরক্ষণ। পাশাপাশি পানি ও খাদ্য নিরাপত্তার অর্জনও।[৩]
উপ-মন্ত্রণালয়
[সম্পাদনা]- পরিবেশ অধিদপ্তর।[৪]
- পানি অধিদপ্তর।
- কৃষি অধিদপ্তর।
- ভূমি ও জরিপ অধিদপ্তর।
- প্রাণী সম্পদ অধিদপ্তর।
- পরিকল্পনা ও বাজেট পরিদপ্তর।
- ভাগ করা পরিষেবা অধিদপ্তর।
- অর্থনৈতিক বিষয় ও বিনিয়োগ অধিদপ্তর।
বিভাগসমূহ
[সম্পাদনা]মন্ত্রীদের তালিকা
[সম্পাদনা]ইসলামি বর্ষপঞ্জি | গ্রেগরীয় বর্ষপঞ্জি[৫] | মন্ত্রী | আরবি ভাষা | মন্তব্য | ||
---|---|---|---|---|---|---|
মনোনীত | পদত্যাগ | মনোনীত | পদত্যাগ | |||
১৮/০৪/১৩৭৩হি | ২০/০৩/১৩৭৫হি | ২৫ ডিসেম্বর ১৯৫৩ | ১৮ জানুয়ারি ১৯৫৬ | সুলতান বিন আবদুল আজিজ | سلطان بن عبدالعزيز آل سعود | |
২০/০৩/১৩৭৫হি | ০৫/০৬/১৩৭৫হি | ৫ নভেম্বর ১৯৫৫ | ১৮ জানুয়ারি ১৯৫৬ | আব্দুল আজিজ আল-সুদাইরি | عبد العزيز السديري | ১৯৫৫ সালের ৩০ নভেম্বর সাইয়্যেদ আবদুল আজিজ আল-সুদাইরির মৃত্যুর কারণে মন্ত্রণালয়ের দেড় মাসের শূন্যতা এভাবে কার্যকর করা হয়েছিলো।[৬] |
০৫/০৬/১৩৭৫হি | ০৩/০৭/১৩৮০হি | ১৮ জানুয়ারি ১৯৫৬ | ২২ ডিসেম্বর ১৯৬০ | খালিদ আল-সুদাইরি | خالد السديري | |
০৩/০৭/১৩৮০হি | ০৯/১০/১৩৮১হি | ২২ ডিসেম্বর ১৯৬০ | ১৬ মার্চ ১৯৬২ | আব্দুল্লাহ আল দাব্বাগ | عبدالله الدباغ | [৭] |
০৯/১০/১৩৮১হি | ০৩/০৬/১৩৮২হি | ১৬ মার্চ ১৯৬২ | ১ নভেম্বর ১৯৬২ | আব্দুর রহমান আল-শেখ | عبدالرحمن الشيخ | |
০৩/০৬/১৩৮২হি | ২১/০৪/১৩৮৪হি | ১ নভেম্বর ১৯৬২ | ১৯ আগস্ট ১৯৬৪ | ইব্রাহিম আল-সোয়াইলেম | إبراهيم السويلم | |
২১/০৪/১৩৮৪হি | ০৮/১০/১৩৯৫হি | ১৯ আগস্ট ১৯৬৪ | ১৪ অক্টোবর ১৯৭৫ | হাসান আল-মিশারি | حسن المشاري | |
০৮/১০/১৩৯৫হি | ০৫/০৬/১৪১৫হি | ১৪ অক্টোবর ১৯৭৫ | ৯ নভেম্বর ১৯৯৪ | আব্দুর রহমান আল-শেখ | عبدالرحمن الشيخ | |
০৫/০৬/১৪১৫হি | ০৫/০৩/১৪১৬হি | ৯ নভেম্বর ১৯৯৪ | ২ আগস্ট ১৯৯৫ | আব্দুল আজিজ আল-খুওয়াইতার | عبدالعزيز الخويطر | |
০৬/০৩/১৪১৬হি | ০৫/০৩/১৪২৪হি | ২ আগস্ট ১৯৯৫ | ৬ মে ২০০২ | আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ বিন মুয়াম্মার | عبدالله بن عبدالعزيز بن معمر | |
০৬/০৩/১৪২৪হি | ১৬/০২/১৪৩৬হি | ৭ মে ২০০৩ | ৮ ডিসেম্বর ২০১৪ | ফাহাদ বিন আবদুর রহমান বালঘুনাইম | فهد بن عبد الرحمن بالغنيم | |
১৭/০২/১৪৩৫হি | ১৬/০৪/১৪৩৬হি | ৯ ডিসেম্বর ২০১৪ | ৫ ফেব্রুয়ারি ২০১৫ | ওয়ালিদ এ. আল-খারিজি | وليد علي الخريجي | |
১৭/০৪/১৪৩৬হি | ৬ ফেব্রুয়ারি ২০১৫ | আব্দুর রহমান আল-ফাদলি | عبدالرحمن الفضلي |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "মন্ত্রণালয় সম্পর্কে"। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ "মন্ত্রীর জীবনী"। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ "উদ্দেশ্যসমূহ"। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ "উপ-মন্ত্রণালয়"। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। ২০১৯-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ গ্রেগরীয় বর্ষপঞ্জি, [১]
- ↑ আব্দুল আজিজ আল-সুদাইরি
- ↑ আব্দুল্লাহ আল দাব্বাগ
- ↑ "পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়"। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৪।